রংপুরে শিশু ধর্ষণ ও হত্যার অপরাধে যুবকের মৃত্যুদণ্ড
রংপুরে প্রথম শ্রেণিতে পড়ুয়া এক শিশুকে ধর্ষণের পর হত্যার অপরাধে রিয়াদ প্রধান (২৪) নামে এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার দুপুরে রংপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিচারক মোস্তফা পাভেল রায়হান এ রায় ঘোষণা করেন।
রায়ে রিয়াদকে এক লাখ জরিমানা করা হয়েছে। আসামিপক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট কাজী মাহফুজুল ইসলাম।
আদালত সূত্র জানায়, ধর্ষণ ও হত্যা শিকার শিশুটির বাড়ি রংপুরের পীরগঞ্জ উপজেলায়। সে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণিতে পড়তো। ঘটনার দিন ২০১৬ সালের ১৪ জুন বিকালে বাড়ির পাশে খেলার সময় প্রতিবেশী রিয়াদ তাকে বাড়িতে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ করেন। শিশুটি চিৎকার করলে ধরা পড়ার ভয়ে রিয়াদ তাকে শ্বাসরাধে হত্যা করে। এরপর সিমেন্টের বস্তায় ভরে খাটের নিচে গর্ত করে পুঁতে রাখে। ১৭ জুন সকালে পীরগঞ্জ থানা পুলিশ শিশুটির মরদেহ উদ্ধার করে। ঘটনার তদন্ত শেষে ওই বছরের ১২ ডিসেম্বর আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ।
Comments