চট্টগ্রাম ভেন্যু ঘুরে দেখল উইন্ডিজের প্রতিনিধি দল

মঙ্গলবার হেলিকপ্টারে করে চট্টগ্রাম যান তারা। কড়া স্বাস্থ্যবিধির মধ্যে জৈব সুরক্ষা বলয়ে রেখে তাদের ঘুরে দেখানো হয় হোটেল রেডিসন ও খেলার ভেন্যু।
West Indies cricket @ Zahur Ahmed Chowdhury Stadium
ছবি: রাজীব রায়হান

করোনাভাইরাস পরিস্থিতিতে আন্তর্জাতিক সিরিজ আয়োজনের জন্য বাংলাদেশ কতটা প্রস্তুত- তা খতিয়ে দেখতে চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম পরিদর্শন করেছে ক্রিকেট উইন্ডিজের প্রতিনিধি দল।

মঙ্গলবার হেলিকপ্টারে করে চট্টগ্রাম যান তারা। কড়া স্বাস্থ্যবিধির মধ্যে  জৈব সুরক্ষা বলয়ে রেখে তাদের ঘুরে দেখানো হয় হোটেল রেডিসন ও খেলার ভেন্যু। এ সময় তাদের সঙ্গে ছিলেন বিসিবির অপারেশন্স বিভাগের কর্মকর্তা সাব্বির খান ও প্রধান চিকিৎসক ডা.দেবাশীষ চৌধুরী। 

গত ২৮ নভেম্বর মেডিকেল বিভাগের একজন ও নিরাপত্তা বিভাগের এক কর্মকর্তা আসেন বাংলাদেশে। ওয়েস্ট ইন্ডিজ সিরিজের জন্য সম্ভাব্য দুই ভেন্যু মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়াম ও চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম ঘুরে দেখা ছিল তাদের প্রধান দায়িত্ব।

এসব ভেন্যুতে কীভাবে জৈব সুরক্ষা বলয় তৈরি করে খেলা আয়োজন করবে বিসিবি- তা নিয়ে ধারনা নিয়েছেন তারা। দুই সদস্যের এই প্রতিনিধি দল ঘুরে দেখে পাঁচ তারকা হোটেল, এভার কেয়ার হাসপাতালও।

জানুয়ারিতে তিন টেস্ট, তিন ওয়ানডে ও দুই টি-টোয়েন্টির সিরিজ খেলতে বাংলাদেশে আসার কথা ওয়েস্ট ইন্ডিজের। তবে এই সিরিজের সূচি ও ভবিষ্যৎ নির্ভর করছে প্রতিনিধি দলের প্রতিবেদনের উপর।

করোনাভাইরাসের কারণে গত মার্চে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের পর খেলার বাইরে আছে বাংলাদেশ। চলতি বছরে করোনার কারণে বাতিল হয়েছে অনেকগুলো সিরিজ। ওয়েস্ট ইন্ডিজ খেলত এলে ১০ মাস পর আন্তর্জাতিক ক্রিকেট খেলতে পারবে বাংলাদেশ দল।

 

Comments

The Daily Star  | English

Floods cause Tk 14,421 crore damage in eastern Bangladesh: CPD study

The study highlighted that the damage represents 1.81 percent of the national budget for fiscal year (FY) 2024-25

1h ago