নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণ: ৫ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার আদেশ স্থগিত থাকছে
নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণের ঘটনায় ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে তিতাস গ্যাসের পাঁচ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার হাইকোর্টের আদেশের ওপর স্থগিতাদেশ বাড়িয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
তবে, আপিল বিভাগ ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে ৫০ লাখ টাকা ক্ষতিপূরণে হাইকোর্টের রুলের শুনানি করতে এবং দ্রুত বিষয়টি নিষ্পত্তি করার জন্য আদেশ দিয়েছেন।
হাইকোর্টের আদেশকে চ্যালেঞ্জ জানিয়ে তিতাস গ্যাস লিমিটেডের পিটিশনের শুনানিতে আজ মঙ্গলবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ এসব আদেশ দেন।
গত ৪ সেপ্টেম্বর রাতে এশার নামাজের পর নারায়ণগঞ্জ শহরের পশ্চিম তাল্লা বায়তুস সালাম মসজিদে বিস্ফোরণে এ পর্যন্ত ৩৭ জন মারা গেছেন এবং আরও বেশ কয়েকজন দগ্ধ হয়েছেন।
ভূগর্ভস্থ পাইপলাইন থেকে বের হয়ে মসজিদের নিচতলায় জমে থাকা গ্যাসের কারণে ওই বিস্ফোরণ হয় বলে অভিযোগ পাওয়া গেছে।
সুপ্রিম কোর্টের আইনজীবী ও নারায়ণগঞ্জের বাসিন্দা মার-ই-য়াম খন্দকারের করা একটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে গত ৯ সেপ্টেম্বর হাইকোর্ট তিতাস গ্যাস কর্তৃপক্ষকে ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে সাত দিনের মধ্যে প্রাথমিক ক্ষতিপূরণ হিসেবে পাঁচ লাখ টাকা দেওয়ার নির্দেশ দেন।
এ ছাড়া, তিতাস কর্তৃপক্ষকে কেন ভুক্তভোগী প্রতিটি পরিবারের ৫০ লাখ টাকা দেওয়ার নির্দেশনা দেওয়া হবে না, সরকার ও তিতাস গ্যাসের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তা ব্যাখ্যা করতে একটি রুলও জারি করেন হাইকোর্ট।
পরে তিতাস গ্যাস লিমিটেড হাইকোর্টের ওই আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে একটি আবেদন করে।
আপিল বিভাগের চেম্বার জজ গত ১৩ সেপ্টেম্বর হাইকোর্টের দেওয়া আদেশ ১ ডিসেম্বর পর্যন্ত স্থগিত করেন।
সুপ্রিম কোর্টের বিচারক স্থগিতের আবেদন আজ শুনানির জন্য পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠান।
Comments