ব্যবসা সম্প্রসারণে জেএমআই গ্রুপের সঙ্গে যুক্ত হলো জাপানের নিপ্রো করপোরেশন

Nipro JMI.jpg

চিকিৎসা সরঞ্জাম খাতের জাপানি খ্যাতনামা বহুজাতিক শিল্পগোষ্ঠী নিপ্রো করপোরেশন দেশীয় প্রতিষ্ঠান জেএমআই গ্রুপের সঙ্গে যুক্ত হয়ে বাংলাদেশে ব্যবসা সম্প্রসারণে প্রায় ১২৮ কোটি টাকার (১৫ মিলিয়ন মার্কিন ডলার) নতুন বিদেশি বিনিয়োগ নিয়ে এসেছে।

এ পদক্ষেপের ফলে জেএমআই গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানে এ পর্যন্ত ৬৮০ কোটি টাকা (৮০ মিলিয়ন মার্কিন ডলার) বিনিয়োগ করেছে নিপ্রো করপোরেশন।

নিপ্রো করপোরেশনের অঙ্গ প্রতিষ্ঠান নিপ্রো এশিয়া পিটিই লিমিটেড জেএমআই গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান জেএমআই মার্কেটিং লিমিটেডের সঙ্গে মিলে নতুন কোম্পানি নিপ্রো জেএমআই মার্কেটিং লিমিটেড গঠন করেছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

আজ মঙ্গলবার সকালে রাজধানীর বাংলামোটরে জেএমআই গ্রুপের প্রধান কার্যালয়ে দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে নতুন এ প্রতিষ্ঠানের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। এসময় কেক কেটে নতুন প্রতিষ্ঠানের যাত্রা শুরু হয়।

অনুষ্ঠানে জানানো হয়, জেএমআই গ্রুপের বিভিন্ন কারখানায় উৎপাদিত চিকিৎসা যন্ত্রপাতি ও সরঞ্জাম দেশের বাজারে সরবরাহ করবে নিপ্রো জেএমআই মার্কেটিং লিমিটেড। পাশাপাশি আমদানি করা চিকিৎসা যন্ত্রপাতি ও সরঞ্জামের মান নিশ্চিত করে দেশ-বিদেশে বাজারজাত করবে নতুন প্রতিষ্ঠানটি।

নিপ্রো এশিয়া পিটিই লিমিটেডের ঊর্ধ্বতন কর্মকর্তা শিগেতমি হিসাও এসময় জেএমআই গ্রুপের চারটি প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করার অভিজ্ঞতার তুলে ধরেন।

তিনি বলেন, ‘জেএমআই মানসম্মত পণ্য উৎপাদন করে আমাদের আস্থা অর্জন করেছে। এ কারণে তাদের সঙ্গে পঞ্চম প্রতিষ্ঠান হিসেবে নিপ্রো জেএমআই মার্কেটিংয়ে বিনিয়োগ করার ক্ষেত্রে আমাদের কোনো দ্বিধা হয়নি। অন্যান্য প্রতিষ্ঠানের মতো নিপ্রো জেএমআই মার্কেটিংও পণ্যের গুণগত মান নিশ্চিতের মাধ্যমে ভোক্তাদের সন্তুষ্টি অর্জনে সক্ষম হবে বলে আশা করছি।’

অনুষ্ঠানে জেএমআই গ্রুপের প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক আবদুর রাজ্জাক বলেন, ‘করোনা মহামারির মধ্যেও জাপানের বহুজাতিক প্রতিষ্ঠান নিপ্রোর নতুন বিনিয়োগের মাধ্যমে আবারও প্রমাণিত হলো যে, জেএমআই দেশে যেসব পণ্যসামগ্রী উৎপাদন করছে, তা আন্তর্জাতিক মানের। জাপান ও বাংলাদেশের যৌথ বিনিয়োগে গড়া নতুন প্রতিষ্ঠানের মাধ্যমে দেশ-বিদেশের ক্রেতা ও ভোক্তারা সাশ্রয়ী দামে উন্নতমানের সামগ্রী ব্যবহারের সুযোগ পাবেন।’

নানা অপপ্রচারের মধ্যেও জেএমআই গ্রুপের প্রতি আস্থা রাখায় নিপ্রো কর্মকর্তাদের ধন্যবাদ জানান তিনি।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জেএমআই গ্রুপের চেয়ারম্যান জাবেদ ইকবাল পাঠান, জেএমআই গ্রুপের বিজনেস ডেভেলপমেন্টের প্রধান অভিজিৎ পালসহ অনেকে।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নিপ্রো জেএমআই কোম্পানির লিমিটেডের প্রোডাকশন বিভাগের সহকারী ব্যবস্থাপক সুগাওয়ারা নিকাও।

Comments

The Daily Star  | English

Chhatra Dal blocks Shahbagh protesting mobs, academic disruption

JCD leaders and activists began gathering at Nayapaltan area earlier in the afternoon

56m ago