কোচিনে ভারতের তৈরি এয়ারক্রাফট ক্যারিয়ারের বেসিন ট্রায়াল সফল

ভারতের যুদ্ধজাহাজ নির্মাণ প্রকল্পের অধীনে তৈরি ইনডিজেনাস এয়ারক্রাফট ক্যারিয়ার (আইএসি) এর বেসিন ট্রায়াল কোচিন শিপইয়ার্ডে সফলভাবে সম্পন্ন হয়েছে। সাগরে নামার আগে বেসিন ট্রায়ালে ভাসমান অবস্থায় জাহাজের যন্ত্রপাতি ও সরঞ্জামাদি পরীক্ষা করা হয়।

গত সোমবার বেসিন ট্রায়ালে সফলতার মাধ্যমে এই যুদ্ধজাহাজ নির্মাণ চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে বলে ভারতের প্রতিরক্ষা বিভাগের বরাত দিয়ে দ্য ইকোনমিক টাইমস জানিয়েছে। ২০২১ সালের প্রথমার্ধে এয়ারক্রাফট ক্যারিয়ারটি সমুদ্রে ট্রায়ালের পরিকল্পনা রয়েছে।

বিবৃতিতে বলা হয়, ‘আইএসিকে ভারতের পতাকা নিয়ে উত্তাল সাগরে ভাসানোর বিষয়ে ভারতের নৌবাহিনী ও কোচিন শিপইয়ার্ড লিমিটেড (সিএসএল) প্রতিশ্রুতিবদ্ধ। এটা এখন কেবল সময়ের বিষয়।’

কোভিড-১৯ মহামারির কারণে লকডাউন ও অন্যান্য নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও, সিএসএল ও ভারতীয় নৌবাহিনীর যৌথ প্রয়াসে যুদ্ধজাহাজটির বেসিন ট্রায়াল পর্যন্ত যাবতীয় কাজ যথাসময়ে সম্পন্ন হয়েছে বলে বিবৃতিতে জানানো হয়।

ভারতীয় নৌবাহিনীর দক্ষিণ নেভাল কমান্ডের কমান্ডিং-ইন চিফ ভাইস অ্যাডমিরাল এ কে চাওলা এবং কোচিন শিপইয়ার্ড লিমিটেড (সিএসএল) এর চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক শ্রী মধু এস নায়ার আইএসি এর বেসিন ট্রায়ালের সময় উপস্থিত ছিলেন।

বিবৃতিতে বলা হয়, প্রকল্পের ৭৫ শতাংশ উপাদান ও সরঞ্জাম ভারতীয়। প্রকল্পে প্রায় অর্ধশতাধিক ভারতীয় নির্মাতা প্রতিষ্ঠান সরাসরি সংশ্লিষ্ট। প্রায় দুই হাজার লোক আইএসি তে সরাসরি কাজ করছেন এবং এতে প্রায় ৪০ হাজারেরও বেশি লোকের পরোক্ষ কর্মসংস্থান হচ্ছে।

Comments

The Daily Star  | English

Israeli military says it killed Iran's wartime chief of staff

Israel says conducted 'extensive strikes' in Iran's west, while explosions near Tel Aviv, sirens blare across Israel; smoke rises after explosion in Iran’s Tabriz

4h ago