প্রিমিয়ার ডিভিশন বাস্কেটবল লিগ শুরু

basketball league

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে শুরু হয়েছে প্রিমিয়ার ডিভিশন বাস্কেটবল লিগ।

মঙ্গলবার ধানমন্ডির উডেন ফ্লোর বাস্কেটবল জিমনেশিয়ামে উদ্বোধন করা হয়েছে ছয় দলের এই লিগের। অংশগ্রহণকারী দলগুলো হলো- হরনেট এসসি, রেঞ্জার্স, ধূমকেতু, বকসী বাজার, যোশেফাইটস ও ওল্ড ডিওএইচএস।

লিগের পৃষ্ঠপোষকতায় রয়েছে ইউনিমেড ইউনিহেলথ ফার্মাসিউটিক্যালস এবং ব্যবস্থাপনায় রয়েছে বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশন।

উদ্বোধনী দিনের প্রথম খেলায় হরনেটস এসসি ৯৬-৫৬ পয়েন্টের ব্যবধানে বকসী বাজার ক্লাবকে হারায়। প্রথমার্ধে তারা এগিয়েছিল ৪১-২৯ পয়েন্টে।

পরের ম্যাচে রেঞ্জার্স ৭৩-৩৯ পয়েন্টে জিতেছে ওল্ড ডিওএইচএসের বিপক্ষে। প্রথমার্ধে রেঞ্জার্স ৩৮-১৪ পয়েন্টে এগিয়েছিল।

দিনের তৃতীয় ম্যাচে জিতেছে ধূমকেতু। প্রথমার্ধে ৪৩-২৫ পয়েন্টে এগিয়ে থাকা দলটি যোশেফাইটসকে শেষ পর্যন্ত হারিয়েছে ৯৭-৬৭ পয়েন্টে।

Comments

The Daily Star  | English

Khaleda urges unity, quick action to institutionalise democracy

She also demanded a comprehensive list of victims of abduction, murder, and extrajudicial killings

1h ago