আজ ধামরাইয়ের ৩৪টি এলাকায় বিদ্যুৎ নেই

Dhamrai
স্টার অনলাইন গ্রাফিক্স

ঢাকার ধামরাই উপজেলার ৩৪টি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। আজ বুধবার সকাল ৮টা থেকে ঢুলিভিটা-মাওনা সড়ক উন্নয়ন কাজের অংশ হিসেবে বৈদ্যুতিক খুঁটি স্থানান্তরের কাজ চলায় ঢাকা পল্লীবিদ্যুৎ সমিতি-৩ এর ৫, ৬ ও ৭ নম্বর ফিডার থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ আছে।

এতে ধামরাইয়ের সরিফবাগ, আশুলিয়া, কান্দিকুল, ডেমরান, চন্দ্রাপাড়া, ডিয়াবাড়ি, কাটাবৈর, মালঞ্চ, ভাড়ারিয়া, বাঙ্গলপাড়া, পাইকপাড়া, সাইদপাড়া, দিঘলগ্রাম, লাকুড়িয়াপাড়া, বিজয়নগর, স্বর্ণখালি, কাগুজিপাড়া, হাজিপুর, মলয়ঘাট, ইকুরিয়া, তেঁতুলিয়া, কাকরান, বিজয়নগর, আইনগন, সেমভাগ, নওগাও, চাপিল, কাশপ্টি, মান্দারচাপ, ভোড়বাড়িয়া, বৈষ্টবদিয়া, ধামরাইয় লাকি স্টোর, সিমা রাইস ও কোল্ড স্টোরেজ এলাকা বিদ্যুৎহীন রয়েছে।

ঢাকা পল্লীবিদ্যুৎ সমিতি-৩ এর ধামরাই জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) খালিদ সালাউদ্দিন জোয়ারদার দ্য ডেইলি স্টারকে বলেন, ঢুলিভিটা-মাওনা সড়কের লেন বাড়ানোর কাজ চলছে। মোট ৮০টি বৈদ্যুতিক খুঁটি সরাতে হবে। আজ সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত কাজ চলবে। যে কারণে এসব বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়েছে।

Comments

The Daily Star  | English

Parts of JP HQ set on fire

Protesters linked to Gono Odhikar Parishad demand ban on JP, accuse it of siding with Awami League

5h ago