বিজয়ের মাসে মুক্তি তালিকায় একাধিক সিনেমা

করোনা মহামারির কারণে প্রায় আট মাস বন্ধ থাকার পর সিনেমা হল খোলার নির্দেশ দেয় তথ্য মন্ত্রণালয়। সিনেমা প্রদর্শন শুরু হয় ১৬ অক্টোবর থেকে। সিনেমা হল খুললেও বড় বাজেটের নতুন কোনো সিনেমা মুক্তিতে আগ্রহ দেখা যায়নি প্রযোজক বা পরিচালকদের মাঝে।

সিনেমা হল খোলার পর হিরো আলম অভিনীত ‘সাহসী হিরো আলম’ নামের ছবি দিয়ে সিনেমা হল চালু হলেও প্রত্যাশা ছিল ধীরে ধীরে বড় বাজেটের ভালো সিনেমাগুলো মুক্তি পাবে। কিন্তু গত দুমাসে কোনো মানসম্মত নতুন ছবি মুক্তি পায়নি। সুপারহিট পুরনো বাংলা সিনেমাগুলো দিয়েই সচল রাখতে হয়েছে সিনেমা হল।

কিছুদিন আগে মুক্তি পেয়েছে ‘ঊনপঞ্চাশ বাতাস’ নামের একটি সিনেমা। খুব বেশি সিনেমা হলে মুক্তি পায়নি ছবিটি।

তবে স্বস্তির খবর হলো, বিজয়ের মাস ডিসেম্বরে বেশ কয়েকটি ছবি রয়েছে মুক্তির তালিকায়। আগামী ১১ ডিসেম্বর মুক্তি পাচ্ছে চয়নিকা চৌধুরী পরিচালিত প্রথম সিনেমা  ‘বিশ্ব সুন্দরী’। সিয়াম, পরিমণি, চম্পা ও আলমগীর অভিনীত ছবিটি চলতি বছরের মার্চে মুক্তি পাওয়ার কথা থাকলেও করোনার কারণে এতদিন মুক্তি পায়নি।

এছাড়াও রয়েছে তানভীর মোকাম্মেল পরিচালিত ‘রূপসা নদীর বাঁকে’ নামের একটি ছবি। একজন বামপন্থী নেতার জীবনী নিয়ে এই ছবির গল্প। অভিনয় করেছেন জাহিদ হোসেন শোভন, খাইরুল আলম সবুজ ও নাজিবা বাশারসহ অনেকে।

এই ছবি দুটি মুক্তির জন্য চূড়ান্ত হয়ে আছে। মুক্তির তালিকায় আরও রয়েছে সেলিম খান পরিচালিত ‘টুঙ্গি পাড়ার মিয়া ভাই’ নামের একটি ছবি। এতে অভিনয় করেছেন দীঘি ও শান্ত খান।

বিজয় দিবস উপলক্ষে চ্যানেল আইতে প্রিমিয়ার হওয়ার কথা রয়েছে বাপ্পি ও অপু বিশ্বাস অভিনীত নতুন ছবি ‘প্রিয় কমলা’। শাহরিয়ার নাজিম জয় পরিচালিত এই ছবির গল্প একজন বীরাঙ্গনা ও মুক্তিযোদ্ধাদের নিয়ে।

বিজয় দিবসের রাতেই মুক্তি পাচ্ছে শাকিব খান, মাহিয়া মাহি, স্পর্শিয়া, শহীদুজ্জামান সেলিম, রাশেদ মামুন অপু অভিনীত ‘নবাব এলএলবি’। ওটিটি প্লাটফর্ম ‘আই থিয়েটার’ অ্যাপে মুক্তি পাবে ছবিটি। এই ছবির মাধ্যমেই প্রথমবার কোনো অ্যাপে বাংলাদেশের ছবি মুক্তি পাবে। ‘নবাব এলএলবি’ পরিচালনা করেছেন অনন্য মামুন।

Comments

The Daily Star  | English
Unhealthy election controversy must be resolved

Unhealthy election controversy must be resolved

Just as the fundamental reforms are necessary for the country, so is an elected government.

13h ago