গাজীপুরে ছুরিকাঘাতে পুলিশের সোর্স নিহত

গাজীপুরে পুলিশের সোর্স মামুন ছুরিকাঘাতে নিহত হয়েছেন। বুধবার সকালে নলজানী এলাকায় সড়কের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
murder logo
প্রতীকী ছবি। স্টার ডিজিটাল গ্রাফিক্স

গাজীপুরে পুলিশের সোর্স মামুন ছুরিকাঘাতে নিহত হয়েছেন। বুধবার সকালে নলজানী এলাকায় সড়কের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) বাসন থানার উপপরিদর্শক (এসআই) মোস্তফা কামাল জানান, সিয়াম সিএনজি ফিলিং স্টেশনের সংলগ্ন রাস্তার ধারে মরদেহটি পড়ে ছিল। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করেছে। নিহতের শরীরের বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ভোররাতে ছিনতাইকারীরা মামুনকে খুন কওে লাশ সড়কের পাশে ফেলে রেখেছে। ময়না তদন্তের জন্য মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিহতের স্ত্রী রুবিনা আক্তার জানান, দুই সন্তানের জনক মামুন সপরিবারে ঢাকার শনির আখরা এলাকায় বসবাস করেন। তিনি গাজীপুরে পুলিশের সোর্স হিসেবে কাজ করতেন।

Comments

The Daily Star  | English

Five crisis-hit banks secure BB guarantee for liquidity

Five crisis-hit banks have obtained a Bangladesh Bank (BB) guarantee to avail liquidity support from the inter-bank money market, according to central bank officials.

6h ago