জাপানে করোনার তৃতীয় ঢেউ ঠেকাতে প্রধানমন্ত্রীর কাছে টোকিওর গভর্নরের অনুরোধ
জাপানে করোনার তৃতীয় ঢেউ ঠেকাতে প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগার কাছে বিশেষ অনুরোধ জানিয়েছেন টোকিও মেট্রোপলিটন গভর্নর ইয়ুরিকো কোইকে। জাপানের অর্থনীতি চাঙ্গা রাখতে সরকারের ভর্তুকি কর্মসূচি ‘গো টু ট্রাভেল’ ক্যাম্পেইন থেকে ৬৫ বছরের বেশী বয়সীদের বিরত রাখতে অনুরোধ করেছেন তিনি।
মঙ্গলবার প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগার সঙ্গে এক সাক্ষাতে তিনি এ অনুরোধ জানান। পাশাপাশি, করোনা মহামারিতে অসুস্থ ব্যক্তিদের ভ্রমণ করা থেকে বিরত রাখার প্রস্তাব দেন তিনি।
এর আগে, গত ২৫ নভেম্বর করোনার তৃতীয় ঢেউ মোকাবিলায় ইয়ুরিকো কোইকে এক জরুরি সভায় টোকিওর ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার আহ্বান জানিয়েছিলেন। ২৮ নভেম্বর থেকে ১৭ ডিসেম্বর পর্যন্ত তিন সপ্তাহ ব্যবসা-বাণিজ্য বন্ধ রাখার ঘোষণা দেন তিনি।
গভর্নর কোইকের এ ঘোষণার আওতায় টোকিও মেট্রোপলিটন এর ২৩টি জেলা ও তামা সিটিকে অন্তর্ভুক্ত করা হয়।
ঘোষণায় তিনি রেস্তোরাঁ, পানশালা, কারাওকে ও পার্লারসহ বিভিন্ন প্রতিষ্ঠান রাত ১০টার মধ্যে বন্ধ করার অনুরোধ জানান এবং প্রণোদনার ঘোষণা দেন।
প্রণোদনায় সম্পূরক বাজেট হিসেবে গভর্নর ২০ বিলিয়ন ইয়েন বরাদ্দ করেন এবং প্রতিটি ব্যবসা প্রতিষ্ঠানকে চার লাখ ইয়েন করে দেওয়ার ঘোষণা দেন।
একইসঙ্গে অপ্রয়োজনে ঘরের বাইরে না যাওয়া, জনসমাগম না করা ও সন্ধ্যার পর ঘরে ফেরার জন্য তিনি টোকিওবাসীর প্রতি আহ্বান জানান তিনি।
কোইকে বলেন, ‘করোনার এই ক্রান্তিকালে স্বাস্থ্যবিধি মেনে আমরা সবাই মিলে একে মোকাবিলা করব।’
নভেম্বরের মাঝামাঝিতে জাপানে করোনার তৃতীয় ঢেউ প্রথম ঢেউয়ের তিন গুন বেশি শক্তিতে আঘাত করে। ২১ নভেম্বর জাপানে দুই হাজার ৫৮৬ জন লোকের করোনা শনাক্ত হয়, যার মধ্যে রাজধানী টোকিওতে শনাক্ত হয় ৫৩৯ জনের। শুধু জাপান নয়, রাজধানী টোকিওর জন্য একদিনে করোনা আক্রান্তের সংখ্যা এ পর্যন্ত এটাই সর্বোচ্চ।
Comments