চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনার পাঁচে পাঁচ
লিওনেল মেসিসহ নিয়মিত একাদশের বেশ কয়েকটি চেনা মুখকে ছাড়া খেলতে নামল বার্সেলোনা। তবে তাদের অনুপস্থিতির ছাপ পড়ল না স্প্যানিশ ক্লাবটির পারফরম্যান্সে। ফেরেন্সভারোসকে উড়িয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে টানা পঞ্চম জয় তুলে নিল তারা।
বুদাপেস্টে হাঙ্গেরির দলটির মাঠে ৩-০ গোলে জিতেছে বার্সেলোনা। ‘জি’ গ্রুপের ম্যাচটি শুরুর প্রথম আধা ঘণ্টার মধ্যে গোলগুলো করে রোনাল্ড কোমানের শিষ্যরা। লক্ষ্যভেদ করেন আঁতোয়ান গ্রিজমান, মার্টিন ব্র্যাথওয়েট ও উসমান দেম্বেলে। একই প্রতিপক্ষের সঙ্গে প্রথম দেখায় ঘরের মাঠ ন্যু ক্যাম্পে ৫-১ গোলে জিতেছিল বার্সেলোনা।
ম্যাচের চতুর্থ মিনিটে ফেরেন্সভারোসের রক্ষণে প্রথমবারের মতো ভীতি ছড়ায় বার্সা। ডান প্রান্ত থেকে সার্জিনো দেস্তের ক্রসে ব্র্যাথওয়েট পা ছোঁয়ালেও বল থাকেনি লক্ষ্যে।
দশ মিনিট পর জালের দেখা পায় সফরকারীরা। জর্দি আলবার ক্রসে নজরকাড়া গোলে বার্সাকে এগিয়ে দেন ছন্দে ফিরতে শুরু করা গ্রিজমান। বাঁ পায়ের ফ্লিকে প্রতিপক্ষ গোলরক্ষক দেনেস দিবুসের দুই পায়ের ফাঁক দিয়ে লক্ষ্যভেদ করেন ফ্রান্সের এই বিশ্বকাপজয়ী ফরোয়ার্ড।
বাঁ প্রান্ত দিয়ে বারবার আক্রমণে ওঠা বার্সেলোনা ব্যবধান দ্বিগুণ করে ছয় মিনিট পরই। দেম্বেলের নিখুঁত ক্রসে স্লাইড করে পা ছুঁইয়ে এবারের চ্যাম্পিয়ন্স লিগে তৃতীয় গোলের দেখা পান ডেনমার্কের স্ট্রাইকার ব্র্যাথওয়েট।
২৮তম মিনিটে সফল স্পট কিকে স্কোরলাইন ৩-০ করেন তরুণ ফরাসি উইঙ্গার দেম্বেলে। ব্র্যাথওয়েট ডি-বক্সে ফাউলের শিকার হওয়ায় পেনাল্টির বাঁশি বাজিয়েছিলেন রেফারি।
৩৩তম মিনিটে গ্রিজমানের রক্ষণচেরা পাসে বিপজ্জনক জায়গায় বল পেয়ে গিয়েছিলন ব্র্যাথওয়েট। কিন্তু শট নিতে তালগোল পাকিয়ে ফেলেন ব্র্যাথওয়েট। তাই ব্যবধান আর বাড়েনি।
বিরতির পর খোলস ছেড়ে গা ঝাড়া দিয়ে ওঠে ফেরেন্সভারোস। বার্সেলোনাও ধরে রাখে শুরুর আক্রমণাত্মক মেজাজ। কিন্তু কোনো দলই ভেদ করতে পারেনি নিশানা। জমে ওঠা লড়াইয়ে তারা প্রতিপক্ষের রক্ষণে গিয়ে বারবার খেই হারায়।
পাঁচ ম্যাচের সবগুলোতে জিতে ১৫ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে রয়েছে বার্সেলোনা। আরেক ম্যাচে দিনামো কিয়েভকে ৩-০ গোলে হারিয়েছে জুভেন্টাস। ১২ পয়েন্ট নিয়ে ইতালিয়ান পরাশক্তিরা আছে দুই নম্বরে।
চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোতে খেলা আগেই নিশ্চিত করেছে বার্সেলোনা ও জুভেন্টাস। আগামী ৯ ডিসেম্বর গ্রুপ সেরা হওয়ার লড়াইয়ে ন্যু ক্যাম্পে মুখোমুখি হবে দল দুটি। প্রথম দেখায় জুভেন্টাসের মাঠে ২-০ গোলে জিতেছিল বার্সা।
Comments