জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাচ্ছে ‘ন ডরাই’, ‘ফাগুন হাওয়ায়’

২০১৯ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে আজীবন সম্মাননা পাচ্ছেন মাসুদ পারভেজ (সোহেল রানা) ও কোহিনুর আক্তার সুচন্দা।
ফাগুন হাওয়ায় ও ন ডরাই সিনেমার পোস্টার। ছবি: সংগৃহীত

২০১৯ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে আজীবন সম্মাননা পাচ্ছেন মাসুদ পারভেজ (সোহেল রানা) ও কোহিনুর আক্তার সুচন্দা।

সেরা ছবি হিসেবে দ্বৈতভাবে জাতীয় পুরস্কার পাচ্ছে ‘ন ডরাই’ ও ‘ফাগুন হাওয়ায়’।

সেরা অভিনেতা হিসেবে ‘আবার বসন্ত’ ছবিতে অভিনয়ের জন্য পুরস্কার পাচ্ছেন তারিক আনাম খান। ‘ন ডরাই’ ছবিতে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পাচ্ছেন সুনেরাহ বিনতে কামাল।

জাহিদ হাসান 'সাপলুডু’ সিনেমায় খল চরিত্রে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ খল অভিনেতার পুরষ্কার পাচ্ছেন।

'ন ডরাই' পরিচালনার জন্য সেরা পরিচালকের পুরস্কার পাচ্ছেন তানিম রহমান অংশু।

জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৯-এ সবচেয়ে বেশি পুরস্কার পাচ্ছে কবি মাসুদ পথিক পরিচালিত ‘মায়া দ্য লস্ট মাদার’ ছবিটি। মোট আটটি বিভাগে পুরস্কার পাচ্ছে ছবিটি।

ছয়টি বিভাগে পুরস্কার পাচ্ছে ‘ন ডরাই’।

তিনটি করে পুরস্কার পাচ্ছে ইমপ্রেস টেলিফিল্মের ‘ফাগুন হাওয়ায়’ ও দেশ বাংলা মাল্টিমিডিয়ার ‘মনের মতো মানুষ পাইলাম না’।

সেরা গায়ক হিসেবে মৃনাল কান্তি দাস, সেরা গায়িকা হিসেবে মমতাজ বেগম ও ফাতিমা তুয যাহরা ঐশী জাতীয় পুরস্কার পাচ্ছেন।

সেরা সুরকার হিসেবে তানভীর তারেক ও আবদুল কাদির, সেরা গীতিকার হিসেবে ড. কামাল আবদুল নাসের চৌধুরী এবং সেরা সংগীত পরিচালক হিসেবে ইমন চৌধুরী পাচ্ছেন জাতীয় পুরস্কার।

জাতীয় পুরস্কারের তালিকায় শ্রেষ্ঠ শিশুশিল্পী হিসেবে রয়েছে আফরীন আক্তার ও নাইমুর রহমান।

পার্শ্ব চরিত্রে শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে ফজলুর রহমান বাবু এবং পার্শ্ব চরিত্রে শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে নার্গিস আক্তার এই পুরস্কার পাচ্ছেন।

মোট ২৬টি ক্যাটাগরিতে জাতীয় পুরস্কার দেওয়া হবে।

Comments

The Daily Star  | English
Bangladesh to loosen interest rate on IMF prescription

Bangladesh to loosen interest rate on IMF prescription

However, the BB governor did not announce when Bangladesh Bank would introduce the flexible interest rate and exchange rate.

5h ago