আগামী জানুয়ারিতে আসছে রজনীকান্তের রাজনৈতিক দল

সুপারস্টার রজনীকান্ত। ছবি: সংগৃহীত

অবশেষে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ২০২১ সালের জানুয়ারিতে রাজনৈতিক দল চালুর কথা জানালেন তামিল সুপারস্টার রজনীকান্ত। চলতি বছরের ৩১ ডিসেম্বর এ সংক্রান্ত আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

আজ বৃহস্পতিবার রজনীকান্ত এ কথা বলেছেন বলে ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে।

গণমাধ্যমকে উদ্দেশ্য করে রজনীকান্ত জানান, করোনা মহামারি তার পরিকল্পনায় প্রভাব ফেললেও তিনি বিষয়টি নিয়ে যথেষ্ট মনোযোগী।

তামিলনাড়ুকে রূপান্তরের সময় এসেছে উল্লেখ করে এই অভিনেতা বলেন, ‘যতট সম্ভব মানুষের পক্ষে কাজ করব। আমরা এখন তা করতে না পারলে কখনোই পরিবর্তন আসবে না।’

তিনি আরও বলেন, ‘রাজনীতিতে আমার বিজয় হবে মানুষের বিজয়। সবকিছু তামিলনাড়ুর মানুষের ওপর নির্ভর করছে। আমি যদি রাজনীতিতে প্রবেশ করি এবং জয়ী হই, তাহলে সেই বিজয় হবে জনগণের বিজয়।’

সমর্থকদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেছিলেন, ‘আমি প্রত্যেককে তাদের সমর্থনের জন্য ধন্যবাদ জানাই।’

রজনীকান্ত বলেন, ‘আমরা অবশ্যই বিধানসভা নির্বাচনে জয়ী হব এবং সৎ, স্বচ্ছ, দুর্নীতিমুক্ত ও আত্মিক রাজনীতি করব। অবশ্যই একটি অবাক ও মিরাকল ঘটনা ঘটবে।’

২০১৩ সালের ৩১ ডিসেম্বর তামিল সুপারস্টার রজনীকান্ত রাজনীতিতে প্রবেশের ঘোষণা দিয়েছিলেন।

Comments

The Daily Star  | English

Bangladesh Bank buys nearly $1b from market as dollar falls

Between 13 July and August, the central bank bought $948 million from commercial banks through seven auctions

11h ago