পরীক্ষার দাবিতে রাবি শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি
করোনা মহামারির কারণে আটকে থাকা স্নাতক শেষ বর্ষের চূড়ান্ত পরীক্ষা নেওয়ার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০১৫-১৬ সেশনের শিক্ষার্থীরা।
আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে তারা কর্মসূচিতে পালন করেন।
এসময় অবিলম্বে পরীক্ষা না নেওয়া হলে কঠোর কর্মসূচির ঘোষণা দেন শিক্ষার্থীরা। এ ছাড়া, স্নাতক শেষ বর্ষের বাকি থাকা ক্লাস শেষ করে দ্রুত পরীক্ষা নেওয়া এবং তা আগামী ১৪ জানুয়ারির মধ্যে শেষ করার দাবি জানানো হয়।
এর আগে, একই দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করা হয় এবং এর অনুলিপি প্রক্টর ও ছাত্র উপদেষ্টা বরাবর পাঠানো হয়।
সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মাহবুবুর রহমান বলেন, ‘করোনার কারণে শিক্ষাপ্রতিষ্ঠান ছাড়া কোনো কিছুই বন্ধ নেই। দু-একটি কোর্সের পরীক্ষা বাকি থাকায় আমাদের সবকিছু আটকে আছে। ৪২তম ও ৪৩তম বিসিএসসহ সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এ অবস্থায় ডিসেম্বরের মধ্যে বিভিন্ন বিভাগের সম্মান শেষ বর্ষের পরীক্ষা নেওয়া না হলে, অনেক শিক্ষার্থী চাকরির পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ হারাবে।’
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও ছাত্র উপদেষ্টা (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক লুৎফর রহমান বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে চাই পরীক্ষাগুলো হোক। কিন্তু, ইউজিসি বা শিক্ষা মন্ত্রণালয় থেকে নির্দেশনা না পেলে পরীক্ষার বিষয়ে বিশ্ববিদ্যালয় সিদ্ধান্ত নিতে পারবে না।’
শিক্ষার্থীদের আশ্বস্ত করে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান বলেন, ‘পরীক্ষার বিষয়ে তাৎক্ষণিক কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। তবে, শিক্ষার্থীদের দাবি নিয়ে বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের সভাপতিদের সঙ্গে আলোচনা-পর্যালোচনা করে খুব দ্রুতই একটা সিদ্ধান্ত নেওয়া হবে।’
Comments