কাতার-বাংলাদেশ

কাতারের বিপক্ষে পয়েন্ট চান জামাল

Jamal Bhuiyan
ফাইল ছবি: বাফুফে

দুদলের মধ্যে ব্যবধান যোজন যোজন। ম্যাচও ভীষণ শক্তিশালী প্রতিপক্ষের মাঠে। তারপরও মনোবল অটুট রাখছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। দলগত নৈপুণ্যে বিশ্বকাপের আয়োজক কাতারের কাছ থেকে পয়েন্ট ছিনিয়ে দেশে ফেরার লক্ষ্যের কথা জানিয়েছেন তিনি।

২০২২ বিশ্বকাপ ও ২০২৩ এশিয়ান কাপের যৌথ বাছাইপর্বের ‘ই’ গ্রুপের ম্যাচে আগামীকাল শুক্রবার স্বাগতিক কাতারকে মোকাবিলা করবে বাংলাদেশ। দোহার আব্দুল্লাহ বিন খলিফা স্টেডিয়ামে খেলা শুরু হবে বাংলাদেশ সময় রাত ১০টায়।

ফিফা র‍্যাঙ্কিংয়ে ৫৯তম স্থানে আছে এশিয়ান কাপের শিরোপাধারীদের কাতার। তাদের চেয়ে ঢের পিছিয়ে রয়েছে জেমি ডের শিষ্যরা। গত মাসে নিজেদের মাঠে  নেপালের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচের পর তারা উঠে এসেছে র‍্যাঙ্কিংয়ের ১৮৪তম স্থানে। 

শক্তি-সামর্থ্যে কাতারের ধারেকাছে না থাকলেও ঐক্যবদ্ধ পারফরম্যান্সে নজর কাড়তে চাওয়ার কথা বৃহস্পতিবার জানান জামাল, ‘প্রত্যেককে একসঙ্গে খেলতে হবে, একসঙ্গে রক্ষণ সামলাতে হবে এবং একসঙ্গে আক্রমণ করতে হবে। আমরা একটি দল। কেবল একজন ডিফেন্ডার, মিডফিল্ডার কিংবা ফরোয়ার্ড নই। আমরা একসঙ্গে কাজ করব। আশা করি, আগামীকাল একটি ভালো বাংলাদেশ দল দেখতে পাবেন।’

পয়েন্ট আদায় করার বিষয়ে তার ভাষ্য, ‘লক্ষ্য হলো, কমপক্ষে একটি পয়েন্ট পাওয়া। কাতার শক্তিশালী ও এশিয়ার এক নম্বর দল। তাই একটি পয়েন্ট আমাদের দলের জন্য খুব গুরুত্বপূর্ণ হবে। আর অবশ্যই, আমরা যদি ভালো খেলি, তবে সেটাও ভালো ব্যাপার হবে। মানুষ ফল দেখতে চায়। তাই অন্তত একটি পয়েন্ট চাই।’

বাছাইয়ের আগের দেখায় ঘরের মাঠ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে কাতারের কাছে ২-০ গোলে হেরেছিল বাংলাদেশ। ফের তাদের মুখোমুখি হওয়ার আগে প্রস্তুতি ও কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে কিছুদিন হাতে রেখে সেখানে উড়ে গেছে তারা। তবে কাতারের মাটিতে দুটি প্রস্তুতি ম্যাচেও ৩-২ ও ১-০ গোলে হেরেছে লাল-সবুজের প্রতিনিধিরা। বিশেষ করে, রক্ষণভাগের ভুল ঠেকেছে বেশ দৃষ্টিকটু।

শিক্ষা গ্রহণ করে কাতারের বিপক্ষে মূল লড়াইয়ে ভুল করতে নারাজ জামাল, ‘যে কেউ ভুল করতে পারে। তবে আমাদের ভুলগুলো হ্রাস করতে হবে এবং সেগুলো নিয়ে কাজ করতে হবে। আমরা এসব ভুল নিয়ে আলোচনা করেছি এবং আমরা প্রস্তুতি নিয়েছি।’

করোনাভাইরাস বিরতির পর সবমিলিয়ে পাঁচ সপ্তাহ অনুশীলনের সুযোগ মিলেছে বাংলাদেশ দলের। তাছাড়া, মিলেছে ম্যাচ খেলার সুযোগ। ফলে প্রতিদ্বন্দ্বিতার আবহে কেটে গেছে জড়তা, ফিটনেসে এসেছে উন্নতি। 

ফিটনেস নিয়ে জামাল কণ্ঠে ঝরান স্বস্তি, ‘দল এখন খুব ভালো অবস্থায় আছে। আমরা গত পাঁচ সপ্তাহে খুব কঠোর অনুশীলন করেছি। আমরা মোট চারটি ম্যাচ খেলেছি। ফিটনেস এখন খুব ভালো স্তরে রয়েছে এবং প্রত্যেকেই প্রায় পুরোপুরি ফিট।’

উল্লেখ্য, পাঁচ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে ‘ই’ গ্রুপের পয়েন্ট তালিকার শীর্ষে আছে কাতার। এক ম্যাচ কম খেলে মাত্র ১ পয়েন্ট নিয়ে তলানিতে অবস্থান করছে বাংলাদেশ। বলাই বাহুল্য, হার এড়িয়ে পয়েন্ট পাওয়াটা ডে-জামালদের জন্য হবে বিরাট অর্জন।

Comments

The Daily Star  | English

Air raid sirens in northern Israel due to Iranian missiles: military

Israel says conducted 'extensive strikes' in Iran's west, while explosions near Tel Aviv, sirens blare across Israel; smoke rises after explosion in Iran’s Tabriz

4h ago