সীতাকুন্ডে জাহাজ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের সীতাকুন্ডে শিপব্রেকিং ইয়ার্ডে জাহাজ থেকে পড়ে এক শ্রমিক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার বিকেলে সীতাকুন্ডের বারআউলিয়া নামক স্থানে এম এ শিপব্রেকারস লিমিটেড নামক ইয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে।
স্টার ফাইল ছবি

চট্টগ্রামের সীতাকুন্ডে শিপব্রেকিং ইয়ার্ডে জাহাজ থেকে পড়ে এক শ্রমিক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার বিকেলে সীতাকুন্ডের বারআউলিয়া নামক স্থানে এম এ শিপব্রেকারস লিমিটেড নামক ইয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. মাহফুজ (২৫) এর বাড়ি সন্দ্বীপ উপজেলার হারামিয়া ইউনিয়নে।

মাহফুজের সহকর্মীরা জানান, মাহফুজ জাহাজের ইঞ্জিনের উপর কাজ করছিলেন। তিনি ২০ ফুট উঁচু থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন। সন্ধ্যার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে, চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জানতে চাইলে এম এ শিপব্রেকারস লিমিটেডের সত্ত্বাধিকারী আনোয়ার ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, 'শ্রমিকেরা আমাদের পরিবারের সদস্যের মত। পর্যাপ্ত নিরাপত্তা সরঞ্জাম দেওয়ার পরও এ ধরনের দুর্ঘটনা দুঃখজনক।'

তিনি জানান, জাহাজটি সিঙ্গাপুর থেকে কেনা হয়েছিল। এটি একটি কার্গো জাহাজ। দশ হাজার টন ওজনের এ জাহাজটির নাম এমভি লিম্বু।

যোগাযোগ করলে সীতাকুন্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফিরোজ হোসেন মোল্লা জানান, তিনি দুর্ঘটনার খবর শুনেছেন। তবে, রোহিঙ্গা স্থানান্তরের দায়িত্ব পালনে ব্যস্ত থাকায়, সেখানে কোন টিম পাঠাতে পারেননি।

Comments