বেনাপোল বন্দর পরিদর্শন ভারতীয় হাইকমিশনারের

ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী বেনাপোল-পেট্রাপোল স্থল বন্দর ও চেকপোস্ট এলাকা পরিদর্শন করেছেন।

বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতের সঙ্গে আমদানি-রপ্তানি কার্যক্রম ও যাত্রী যাতায়াত ব্যবস্থা সরেজমিনে দেখতেই বৃহস্পতিবার বিকেলে তিনি বেনাপোল কাস্টমস হাউজ, বন্দরের বিভিন্ন শেড, চেকপোস্ট ইমিগ্রেশন ও শূন্য রেখা পরিদর্শনে আসেন।

হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী বেনাপোল চেকপোস্টে এসে পৌঁছালে সেখানে তাকে অভ্যর্থনা জানান কাস্টমস, বন্দর, প্রশাসন ও পুলিশসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও ব্যবসায়িক নেতারা। হাইকমিশনারের পরিদর্শন উপলক্ষে জোরদার ছিল নিরাপত্তা ব্যবস্থা।

হাই কমিশনার দুই দেশের যাত্রীদের খোঁজখবর নেন এবং তাদের সঙ্গে কথা বলেন।

Comments

The Daily Star  | English

No price too high for mass deportations

US President-elect Donald Trump has doubled down on his campaign promise of the mass deportation of illegal immigrants, saying the cost of doing so will not be a deterrent.

3h ago