রাজশাহীতে ৭ শিবিরকর্মী আটক
রাজশাহী শহরের হেতমখান এলাকার একটি ছাত্রাবাস থেকে ইসলামী ছাত্র শিবিরের সাত সদস্যকে আটক করেছে পুলিশ। আজ শুক্রবার ভোরে হেতমখান মুসলিম স্কুলের পেছনে অবস্থিত একটি ব্যক্তিগত ছাত্রাবাস থেকে তাদের আটক করা হয়।
বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারণ চন্দ্র বর্মণ দ্য ডেইলি স্টারকে বলেন, আটক ব্যক্তিরা ফজরের নামাজের পরে ভাস্কর্য নির্মাণের বিরুদ্ধে শহরে মিছিল বের করার প্রস্তুতি নিচ্ছিলেন এবং গোপনে ধর্মীয় উস্কানি ছড়াচ্ছিলেন। তাদের কাছে অনেক জিহাদি বই পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে ধ্বংসাত্মক কর্মকাণ্ডের প্রস্তুতি নেওয়া ও ভাস্কর্য নির্মাণের বিরুদ্ধে উস্কানি দেওয়ার অভিযোগ আনা হচ্ছে।
আটক মো. রায়হান আলী রাজশাহী সরকারি কলেজের হিসাব বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানিয়েছেন, রায়হান কলেজ শাখার শিবিরের দায়িত্বে নিযুক্ত। অন্য ছয় জন একই কলেজের ছাত্র এবং শিবিরের সদস্য। রায়হান তার কক্ষ শিবিরের অফিস কক্ষ হিসেবে ব্যবহার করে আসছিলেন এবং কর্মীদের সংগঠিত করছিলেন বলেন— নিবারণ চন্দ্র বর্মণ।
Comments