লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে নিহত ২

লালমনিরহাট-বুড়িমারী রেলরুটের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে এক মোটরসাইকেল আরোহীসহ দুই জন নিহত হয়েছেন।
আজ শুক্রবার দুপুরে ওই রুটের কালীগঞ্জ উপজেলার শান্তিগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোটরসাইকেল আরোহী রহিদুল ইসলাম এমরান (২৬) কালীগঞ্জ উপজেলার দলগ্রামের সাদেকুল ইসলামের ছেলে। তবে, নিহত অপর ব্যক্তি মানসিক ভারসাম্যহীন হওয়ায় তার পরিচয় জানা যায়নি।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু মো. সাজ্জাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘রেলওয়ে থানা পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
স্থানীয়রা জানান, লালমনিরহাট থেকে ছেড়ে আসা বুড়িমারীগামী লোকাল ট্রেনটি লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে রেলওয়ে লেভেল ক্রসিং পার হওয়ার সময় এক মানসিক প্রতিবন্ধী পথচারী ট্রেনে কাটা পড়ে নিহত হন। ওই ট্রেনটি লালমনিরহাটে ফেরার পথে একই এলাকার শান্তিগঞ্জ বাজারের রেল ক্রসিংয়ে মোটরসাইকেল আরোহীকে ধাক্কা দিলে তিনি ট্রেনের নিচে পড়ে মারা যান।
Comments