বাংলাদেশে প্রবেশে করোনা নেগেটিভ সনদ বাধ্যতামূলক: বেবিচক

বাংলাদেশে আসা সব যাত্রীর জন্য কোভিড-১৯ নেগেটিভ সনদ বাধ্যতামূলক করা হয়েছে। আজ শুক্রবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
Civil Aviation logo-1.jpg

বাংলাদেশে আসা সব যাত্রীর জন্য কোভিড-১৯ নেগেটিভ সনদ বাধ্যতামূলক করা হয়েছে। আজ শুক্রবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশে আসা সব যাত্রীর জন্য অবশ্যই পিসিআর পরীক্ষার মাধ্যমে পাওয়া কোভিড-১৯ নেগেটিভ সনদ থাকতে হবে।

বেবিচকের এ নির্দেশনা আগামীকাল শনিবার থেকে কার্যকর হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশে আসা যাত্রীদের ফ্লাইটে ওঠার সর্বোচ্চ ৭২ ঘণ্টা আগের করোনা নেগেটিভ সনদ গ্রহণযোগ্য বিবেচনা করা হবে। যাত্রীদের এ সনদ না থাকলে টিকিট, ভিসা থাকা স্বত্বেও তাদের বোর্ডিং কার্ড দেওয়া হবে না।

বিজ্ঞপ্তি অনুযায়ী, বাহরাইন, চীন, কুয়েত, সৌদি আরব, মালয়েশিয়া, মালদ্বীপ, ওমান, কাতার, শ্রীলঙ্কা, সিঙ্গাপুর, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত ও যুক্তরাজ্য থেকে আগত যাত্রীদের অবশ্যই করোনা নেগেটিভ সনদ থাকতে হবে।

তবে, বিদেশে কর্মরত বাংলাদেশি কর্মীদের ক্ষেত্রে যাদের জনশক্তি রপ্তানি উন্নয়ন ব্যুরোর কার্ড আছে এবং করোনা পরীক্ষার পর্যাপ্ত সুযোগ-সুবিধা নেই, তাদের বিকল্প স্বাস্থ্য সনদ দেখাতে হবে।

তাদের ক্ষেত্রে অ্যান্টিজেন পরীক্ষা বা অন্য কোনো কোভিড-১৯ সনদ গ্রহণযোগ্য বলে বিবেচনা করা হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

Comments

The Daily Star  | English

An economic corridor that quietly fuels growth

At the turn of the millennium, travelling by road between Sylhet and Dhaka felt akin to a trek across rugged terrain. One would have to awkwardly traverse bumps along narrow and winding paths for upwards of 10 hours to make the trip either way.

11h ago