দরিদ্রদের জন্য কেন্দ্রের করোনা ভ্যাকসিন রোডম্যাপ নেই: কংগ্রেস

কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। ছবি: সংগৃহীত

দরিদ্রদের করোনা ভ্যাকসিন দেওয়ার বিষয়ে ভারতের কেন্দ্রীয় সরকারের কোনো রোডম্যাপ নেই বলে অভিযোগ করেছে কংগ্রেস।

আজ শুক্রবার দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সর্বদলীয় বৈঠক শেষে এ অভিযোগ করেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস বিষয়টি জানায়।

তিনি অভিযোগ করেন, দেশের দরিদ্রদের করোনা ভ্যাকসিন দেওয়ার বিষয়ে সরকারের কোনো রোডম্যাপ নেই। এমনকি প্রথম সারির শ্রমিক নয় এমন মানুষদের করোনা ভ্যাকসিন দিতে কেন্দ্রীয় সরকারের কোনো পরিকল্পনা নেই।

কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী বলেন, ‘সরকার আবারও বলেছে যাদের ভ্যাকসিন দেওয়ার দরকার তারা পাবেন। তবে, কে এই সিদ্ধান্ত নেবে বা দরিদ্রদের কীভাবে ভ্যাকসিন দেওয়া হবে তা নিয়ে কোনো আলোচনা হয়নি।’

ভারত সরকার কত সংখ্যক মানুষকে ভ্যাকসিন দেওয়ার পরিকল্পনা করছে তা নিয়ে বিভ্রান্তির মধ্যে এমন মন্তব্য করেছে কংগ্রেস।

সম্প্রতি ভারতের স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ জানান, সরকার কখনোই সারাদেশে ভ্যাকসিন দেওয়ার কথা বলেনি।

ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চের মহাপরিচালক বলরাম ভার্গব বলেছেন, যদি সবচেয়ে হুমকিতে থাকা জনগণকে চিহ্নিত করা হয় এবং ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে ভ্যাকসিন কাজ করে, তাহলে সবাইকে ভ্যাকসিন দেওয়ার দরকার হবে না।

ভারত সরকারের পরিকল্পনা অনুযায়ী, প্রাথমিকভাবে ৩০ কোটি ফ্রন্টলাইন কর্মীরা করোনার ভ্যাকসিন পাবেন।

সর্বদলীয় বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, ‘ভ্যাকসিন প্রদানে কোভিড-১৯ রোগী, ফ্রন্টলাইন কর্মী, গুরুতর অসুস্থ প্রবীণ ব্যক্তি এবং স্বাস্থ্যসেবা কর্মীদের অগ্রাধিকার দেওয়া হবে।’

Comments

The Daily Star  | English

Israel army warns 'danger persists' despite ceasefire with Iran

Trump brokered ceasefire agreement in contact with Israel, Iran: White House official

2d ago