করোনায় মারা গেলেন সাংবাদিক সুকান্ত সেন
বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভির সিরাজগঞ্জ জেলার স্টাফ রিপোর্টার সুকান্ত সেন (৪৫) করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।
আজ শনিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ ইউনিটের প্রধান অধ্যাপক মোজাফফর হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন, ‘গত ২৬ নভেম্বর করোনা আক্রান্ত সুকান্ত সেনকে ভর্তি করা হয়েছিল। আজ সকাল পৌণে ৬টায় তিনি মারা গেছেন।’
সুকান্ত সেন সিরাজগঞ্জ প্রেস ক্লাবের অর্থ-সম্পাদক এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
Comments