গোপীবাগে বিদ্যুৎস্পৃষ্টে যুবক নিহত
রাজধানীর গোপীবাগ এলাকায় নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জাবেদ হোসেন (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। আজ শনিবার সকাল ১০টার দিকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এর আগে সকাল ১০টার দিকে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। জাবেদ কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার আমাউল্লাহর ছেলে। তিনি যাত্রাবাড়ীর মানিকনগর এলাকায় বসবাস করতেন। জাবেদ পেশায় স্যানেটারি মিস্ত্রী ছিলেন।
তার সহকর্মী সবুজ জানান, তারা গোপীবাগের একটি নির্মাণাধীন ভবনের সাত তলায় কাজ করছিলেন। রিজার্ভ ট্যাংক থেকে পানি উঠছিল না। জাবেদ ট্যাংকের ভেতরে নেমে মোটরে হাত দিতেই বিদ্যুৎস্পৃষ্ট হন। হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া দ্য ডেইলি স্টারকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।’
Comments