সস্ত্রীক হাসপাতালে ভর্তি নায়ক ফারুক

করোনায় আক্রান্ত হয়েছেন অভিনেতা ও সংসদ সদস্য ফারুকের স্ত্রী। বর্তমানে তারা দুজনই হাসপাতালে ভর্তি।
অভিনেতা ও সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুক। ছবি: স্টার

করোনায় আক্রান্ত হয়েছেন অভিনেতা ও সংসদ সদস্য ফারুকের স্ত্রী। বর্তমানে তারা দুজনই হাসপাতালে ভর্তি।

নায়ক ফারুক সুস্থ থাকলেও তার করোনা রিপোর্ট এখনো নেগেটিভ হয়নি। ফলে তারা দুজনই বর্তমানে একসঙ্গে ভর্তি আছেন রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনা ইউনিটে।

খ্যাতিমান অভিনেতা ও সংসদ সদস্য ফারুক করোনা আক্রান্ত হওয়ার পর পাশে থেকে তার সেবা করে আসছিলেন স্ত্রী ফারহানা ফারুক। শুরুতে মেয়েসহ ফারুক আক্রান্ত হলেও স্ত্রী ফারহানার রিপোর্ট নেগেটিভ আসে। শেষ পর্যন্ত তিনিও করোনায় আক্রান্ত হলেন।

গত বৃহস্পতিবার তার করোনা রিপোর্ট পজিটিভ আসে বলে দ্য ডেইলি স্টার অনলাইনকে জানান ফারহানা ফারুক।

তাদের মেয়ে ফারিহা তাবাসসুম পাঠান তুলসির রিপোর্ট নেগেটিভ এবং তিনি বাসাতেই আছেন।

Comments

The Daily Star  | English

9 die of dengue

Highest single-day deaths this year

2h ago