সিরাজগঞ্জে ছাত্রকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পুকুরপাড় ফয়জুল উলুম মহিউচ্ছুন্নাহ কওমি মাদ্রাসার ছাত্রকে (১২) ধর্ষণের অভিযোগে এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।
এ ঘটনায় গতকাল রাতে ভুক্তভোগী ছাত্রের বাবা বাদী হয়ে উল্লাপাড়া মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন।
আজ শনিবার সকালে অভিযুক্ত শিক্ষক বেলাল হোসেনকে (২৮) আদালতে পাঠিয়েছে পুলিশ।
উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক কুমার দ্য ডেইলি স্টারকে বলেন, ‘মাদ্রাসার হাফেজি বিভাগের আবাসিক এক ছাত্রকে অভিযুক্ত শিক্ষক প্রায়ই নানাভাবে হয়রানি করতেন। বৃহস্পতিবার রাতে অভিযুক্ত শিক্ষক ওই ছাত্রকে তার কক্ষে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন।’
তিনি আরও বলেন, ‘নির্যাতনের শিকার ছাত্র শুক্রবার সকালে মাদ্রাসা থেকে পালিয়ে বাড়িতে গিয়ে বাবা-মাকে ঘটনা খুলে বলে। ছেলের কাছ থেকে বিস্তারিত শুনে পরিবারের লোকজন শুক্রবার বিকালে মাদ্রাসায় ছুটে যায়। এসময় বিক্ষুব্ধ জনতা মাদ্রাসা থেকে ওই শিক্ষককে আটক করে পুলিশে সোপর্দ করে।’
ওসি জানান, জিজ্ঞাসাবাদে অভিযুক্ত শিক্ষক ধর্ষণের চেষ্টা করেছেন বলে পুলিশের কাছে স্বীকার করেছেন।
Comments