মস্কোয় করোনার টিকা ‘স্পুটনিক ফাইভ’ দেওয়া শুরু
রাশিয়ার রাজধানী মস্কোর ক্লিনিকগুলোতে করোনাভাইরাসের টিকা দেওয়া শুরু হয়েছে। ভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে থাকা রোগীদের দিয়ে টিকাদান শুরু হয়েছে বলে আজ বিবিসি জানিয়েছে।
রোগীদেরকে গত আগস্ট মাসে নিবন্ধিত রাশিয়ার করোনা ভ্যাকসিন ‘স্পুটনিক ফাইভ’ দেওয়া হচ্ছে। এর প্রস্তুতকারী প্রতিষ্ঠান ভ্যাকসিনটিকে পার্শ্বপ্রতিক্রিয়াহীন এবং ৯৫ ভাগ কার্যকর দাবি করেছে।
তবে, ‘স্পুটনিক ফাইভ’ এর এখনও তৃতীয় পর্যায়ের ট্রায়াল চলছে।
বিবিসি জানায়, এই সপ্তাহান্তে ভ্যাকসিনের প্রথম ডোজ নিতে হাজারের ওপরে মানুষ তাদের নাম তালিকাভুক্ত করেছে। তবে রাশিয়া কি পরিমাণ ভ্যাকসিন উত্পাদন করছে, তা এখনও স্পষ্ট নয়। তবে, উৎপাদনকারী প্রতিষ্ঠান বছরের শেষ নাগাদ ২০ লাখ ডোজ উৎপাদনের আশার কথা শুনিয়েছে।
চলতি সপ্তাহের শুরুর দিকে মস্কোর মেয়র সের্গেই সোবায়ানিন রাজধানীর এক কোটি ৩০ লাখ লোকের মধ্যে স্কুল, স্বাস্থ্যসেবা ও সমাজসেবার সঙ্গে সংশ্লিষ্ট কর্মীদের অগ্রাধিকারভিত্তিতে ভ্যাকসিনের আওতায় আনার প্রস্তাব করেছিলেন।
এসব পেশার সঙ্গে সংশ্লিষ্ট ১৮ থেকে ৬০ বছর বয়সীরা অনলাইন রেজিস্ট্রেশনের মাধ্যমে মস্কোর ৭০টি টিকাদান কেন্দ্রে বিনামূল্যে বুকিং দিতে পারছেন বলে বিবিসি জানিয়েছে।
Comments