কৃষিজমি নষ্টের অভিযোগে নোয়াখালীতে ৩ ইটভাটাকে লক্ষাধিক টাকা জরিমানা
সরকারি আদেশ অমান্য করে কৃষিজমি থেকে ইট তৈরির মাটি সংগ্রহ ও বিনা লাইসেন্সে ইট তৈরির অভিযোগে নোয়াখালীতে তিন ইটভাটাকে লক্ষাধিক টাকা জরিমানা করা হয়েছে।
আজ শনিবার নোয়াখালীর সেনবাগ উপজেলার মেসার্স সোনালী ব্রিকস, মেসার্স রাজু ব্রিকস ও এইচএমবিসি ব্রিকসকে এই জরিমানা করা হয়।
নোয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান রনি, মো. ইমামুল হাফিজ নাদিম ও মীর কামরুজ্জামান কবির ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে এ তিন ভাটাকে জরিমানা করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান রনি দ্য ডেইলি স্টারকে জানান, জেলা প্রশাসকের নির্দেশে শনিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত পৃথক তিনটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় জেলার সেনবাগ উপজেলার তিনটি ইট ভাটায় অভিযান চালানো হয়। এতে দেখা যায়, সরকারি আদেশ অমান্য করে কৃষিজমি থেকে ইট তৈরির মাটি সংগ্রহ করা হচ্ছে। এ ছাড়াও, ইট ভাটাগুলোর কোনও লাইসেন্স পাওয়া যায়নি। তাই মেসার্স সোনালী ব্রিকসকে ৫০ হাজার, মেসার্স রাজু ব্রিকসকে ৫০ হাজার ও এইচএমবিসি ব্রিকসকে ১৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনার সময় পরিবেশ অধিদপ্তর নোয়াখালী কার্যালয়ের সহকারী উপপরিচালক মো. সেরাজুল ইসলাম ও র্যাব-১১ লক্ষীপুর ক্যাম্পের সদস্যরা উপস্থিত ছিলেন।
নোয়াখালী জেলা প্রশাসক মো. খোরশেদ আলম খাঁন বলেন, ‘জেলার নয়টি উপজেলার সবকয়টি ইট ভাটা কর্তৃপক্ষকে আইনের আওতায় আনা হবে। পরিবেশ বিপর্যয় ঘটিয়ে কোনো ইট ভাটাকে ইট তৈরি করতে দেওয়া হবে না।’
Comments