জামিন পেলেন ইউল্যাবের বহিষ্কৃত ২ শিক্ষার্থী
ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) কর্তৃপক্ষের করা মামলায় গ্রেপ্তার দুই বহিষ্কৃত শিক্ষার্থী মাহমুদ সাদাত রুহুল ও রায়হান আতিক জামিন পেয়েছেন।
আজ শনিবার সন্ধ্যায় ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক বেগম ইয়াসমিন আরার আদালত ওই দুই শিক্ষার্থীকে ১০ হাজার টাকা বেইল বন্ডের বিনিময়ে জামিন মঞ্জুর করেন।
এর আগে, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের করা মামলায় আজ দুপুরে তাদের বেড়িবাঁধ এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ।
গতকাল রাতে তাদের বিরুদ্ধে মামলা করা হয় বলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ওয়াজির এ এফ আহমেদ দ্য ডেইলি স্টারকে জানান।
গত ১৫ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের টিউশন ফি, কর্মী ছাঁটাইয়ের বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে ‘মিথ্যা’ তথ্য প্রচার করার অভিযোগে ওই দুই শিক্ষার্থীকে বহিষ্কার করে ইউল্যাব কর্তৃপক্ষ।
আরও পড়ুন:
Comments