ঢাবি ফার্মেসি বিভাগ: ৪.০০ এর মধ্যে ৪.০৩ অতঃপর ৩.৮৮
বিশ্ববিদ্যালয় পর্যায়ে পরীক্ষার ফলাফলে সর্বোচ্চ গড় গ্রেড পয়েন্ট (জিপিএ) ৪.০০ এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফার্মেসি বিভাগের ২০১৯ সালের বি. ফার্ম প্রথম বর্ষের পরীক্ষায় এক শিক্ষার্থীর ফলাফল জিপিএ ৪.০৩ এসেছিল। পরে, দুই দফায় সংশোধন হয়ে তা ৩.৮৮ করা হয়েছে।
ঢাবি ফার্মেসি বিভাগের ওয়েবসাইটে ২০১৮-১৯ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের ফলাফলে ৩১৬৮ রোল নম্বরের শিক্ষার্থীর জিপিএ ও সিজিপিএ ৪.০৩ উল্লেখ করা হয়।
এর কয়েকদিন পর, গত ২৩ নভেম্বর বিভাগের নোটিশ বোর্ডে সেটি সংশোধন করে ফলাফল প্রকাশিত হয়। সেখানে ওই শিক্ষার্থীর ফলাফল জিপিএ ৪.০০ উল্লেখ করা হয়।
তবে বিভাগ সূত্র জানায়, ২৩ নভেম্বরের ওই ফলাফলে ৩১৬৮ রোল নম্বরের ওই শিক্ষার্থীসহ আরও অন্তত চার শিক্ষার্থীর ফলাফল ভুল ছিল।
অবশেষে, গত বৃহস্পতিবার ফার্মেসি বিভাগের ওয়েবসাইটে আবার বি. ফার্ম প্রথম বর্ষের ফলাফল প্রকাশিত হয় এবং সেখানে ওই শিক্ষার্থীর জিপিএ ও সিজিপিএ ৩.৮৮ বলে উল্লেখ করা হয়।
এ বিষয়ে ওই পরীক্ষা কমিটির প্রধান অধ্যাপক ড. আবু সারা শামসুর রউফ এর সঙ্গে মুঠোফোনে কয়েকবার যোগাযোগ করার চেষ্টা করেও মন্তব্য নেওয়া সম্ভব হয় নি।
যোগাযোগ করা হলে বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক ফিরোজ আহমেদ দ্য ডেইলি স্টারকে বলেন, 'রেজাল্ট তৈরির এক্সেল শিটে প্রোগ্রামিংয়ের ফর্মুলার ভুলের জন্য কিছু ফলাফল ত্রুটিপূর্ণ হয়েছিল। তবে, বিষয়টি দ্রুতই বিভাগ কর্তৃপক্ষ ও পরীক্ষা কমিটির নজরে আসে এবং প্রয়োজনীয় সংশোধন করে সংশোধিত রেজাল্ট গত ৩ ডিসেম্বর প্রকাশ করা হয়েছে।'
Comments