অবশেষে লা লিগায় জয়ে ফিরল শিরোপাধারী রিয়াল

real madrid final
ছবি: টুইটার

সময়ের হিসাবে ৩৫ দিন।

স্প্যানিশ লা লিগায় জিততে যেন ভুলে গিয়েছিল রিয়াল মাদ্রিদ! জিনেদিন জিদানের শিষ্যরা আগের তিন ম্যাচের দুটিতে হেরেছিল। বাকিটিতে তারা করেছিল ড্র। সেই ছন্দপতন কাটিয়ে ওঠার ইঙ্গিত দিয়েছে দলটি। ম্যাচের শেষভাগে সেভিয়ার আক্রমণের ঝাপটা সামলে প্রতিযোগিতার বর্তমান চ্যাম্পিয়নরা ফিরেছে জয়ে।

শনিবার রাতে প্রতিপক্ষের মাঠে রিয়ালের জয়সূচক গোলটি অবশ্য তাদের কোনো খেলোয়াড়ের কল্যাণে আসেনি। সেভিয়ার গোলরক্ষক ইয়াসিন বোনো দুর্ভাগ্যক্রমে নিজেদের জালেই বল জড়িয়ে ফেলেন। ডি-বক্সের ভেতরে ফারলান্দ মেন্দির ক্রসে ভিনিসিয়ুস জুনিয়র কোনোমতে পা ছোঁয়ালেও তা বিপদের কারণ ছিল না। কিন্তু পোস্ট ছেড়ে বেরিয়ে আসা বোনোর কনুইতে লেগে বল গোললাইন পেরিয়ে যায়।

লা লিগায় রিয়ালের সবশেষ জয়টি এসেছিল গত অক্টোবরে। নিজেদের মাঠে তারা হুয়েস্কাকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছিল। এরপর ভ্যালেন্সিয়া ও আলাভেসের কাছে হারার মাঝে ভিয়ারিয়ালের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করেছিল তারা।

ম্যাচে বল দখলের পাশাপাশি আক্রমণেও আধিপত্য দেখায় সেভিয়া। বিশেষ করে, দ্বিতীয়ার্ধে বেশ কয়েকটি দারুণ সুযোগ পেয়েছিল তারা। কিন্তু কাজের কাজ হয়নি কিছু।

৫২তম মিনিটে লুক ডি ইয়ংয়ের বাইসাইকেল কিক রুখে দেন রিয়াল গোলরক্ষক থিবো কোর্তোয়া। ৭৫তম মিনিটে বদলি মিডফিল্ডার নেমানিয়া গুদেলির ফ্রি-কিক অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। পাঁচ মিনিট পর আরেক বদলি সুসোর বাঁ পায়ের বাঁকানো শট পোস্ট ঘেঁষে বাইরে চলে যায়। ৮৬তম মিনিটে ফরোয়ার্ড লুকাস ওকাম্পোসের বাইসাইকেল কিকও ফিরিয়ে রিয়ালের জাল অক্ষত রাখেন বেলজিয়ান তারকা কোর্তোয়া।

স্বাগতিকরা মরিয়া হয়ে ওঠার আগেই অবশ্য কাঙ্ক্ষিত গোল পেয়ে গিয়েছিল রিয়াল। ৫৫তম মিনিটে ম্যাচে ব্যবধান গড়ে দেওয়া ভুলটি করেন বোনো।

real and sevilla
ছবি: টুইটার

তবে প্রথমার্ধে দাপট ছিল রিয়ালের। প্রথম মিনিটেই গোল পেয়ে যেতে পারত তারা। দুরূহ কোণ থেকে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়ুসের শট লক্ষ্যে থাকেনি।

পঞ্চম মিনিটে ফের হতাশ হয় সফরকারীরা। বোনো বল বিপদমুক্ত করতে গেলে পা বাড়িয়ে ঠেকান ভিনিসিয়ুস। বল গোলমুখে চলে গেলেও করিম বেনজেমা হেড করতে ব্যর্থ হন। দারুণ দক্ষতায় দিয়েগো কার্লোস বল গোললাইন থেকে ফিরিয়ে দেওয়ার পরও ভিনিসিয়ুসের সামনে সুযোগ ছিল। কিন্তু তিনি বলে পা ছোঁয়াতেই পারেননি।

২১তম মিনিটে টনি ক্রুসের শট পোস্ট সামান্য বাইরে দিয়ে চলে যায়। ৩৮তম মিনিটে ফরাসি স্ট্রাইকার বেনজেমার শট ঝাঁপিয়ে রক্ষা করেন বোনো। তবে শেষ পর্যন্ত পূর্ণ পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ে লস ব্লাঙ্কোসরা।

১-০ গোলের জয়ে লা লিগার পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে রিয়াল। ১১ ম্যাচে তাদের অর্জন ২০ পয়েন্ট। সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে থাকায় তাদের ঠিক পেছনেই রয়েছে ভিয়ারিয়াল।

১১ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান দখলে রেখেছে রিয়াল সোসিয়েদাদ। দুই ম্যাচ কম খেলা অ্যাতলেতিকো মাদ্রিদের পয়েন্ট ২৩। তারা আছে দুই নম্বরে। পাঁচে থাকা সেভিয়ার অর্জন ১০ ম্যাচে ১৬ পয়েন্ট।

আগামী বুধবার রাতে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ঘরের মাঠে বরুশিয়া মনশেনগ্লাডবাখের মুখোমুখি হবে রিয়াল। ইউরোপের সেরা ক্লাব আসরে টিকে থাকতে ওই ম্যাচটা তাদের জন্য বাঁচা-মরার লড়াই। তার আগে এই জয় নিঃসন্দেহে আত্মবিশ্বাস যোগাবে চাপে থাকা দলটিকে।

Comments

The Daily Star  | English

What's inside Trump's tariff letter to Yunus

The letter stated that Bangladeshi goods transshipped to evade the new tariff would be subject to higher duties.

1h ago