কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর: আটক ২
কুষ্টিয়া শহরের পাঁচ রাস্তার মোড়ে বঙ্গবন্ধুর নির্মাণাধীন ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় দুই মাদ্রাসাছাত্রকে আটক করেছে পুলিশ। আজ রোববার সকালে জেলা পুলিশ সূত্র দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছে।
সূত্র জানায়, সিসিটিভি ফুটেজে দেখা গেছে দুই মাদ্রাসাছাত্র ভাঙচুরের ঘটনায় জড়িত। পরিচয় শনাক্ত করে গতকাল রাতে মাদ্রাসায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। এ বিষয়ে ব্রিফিংয়ে বিস্তারিত জানানো হবে।
গত শুক্রবার দিবাগত রাত ২টার দিকে কুষ্টিয়া শহরের পাঁচ রাস্তার মোড়ে বঙ্গবন্ধুর নির্মাণাধীন ভাস্কর্য ভাঙচুর করে দুর্বৃত্তরা।
আরও পড়ুন:
কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর নির্মাণাধীন ভাস্কর্য ভেঙে দিলো দুর্বৃত্তরা
Comments