নাটোরে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ৩
নাটোরের লালপুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় তিন জন নিহত হয়েছেন। আজ রোববার ভোরেরাতে দুয়ারিয়া ইউনিয়নের দুয়ারিয়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন— নাটোরের বড়াইগ্রাম উপজেলার গোপালপুর গ্রামের জিয়া খানের ছেলে সজীব হোসেন (২০), একই গ্রামের আব্দুল মতিনের ছেলে ফয়সাল হোসেন (২০) ও পাবনার ঈশ্বরদী উপজেলার নিকরহাটা এলাকার আবু সাহেদ টিপুর ছেলে জিহান হোসেন (২১)।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা দ্য ডেইলি স্টারকে বলেন, ‘দুয়ারিয়া মোড় এলাকায় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগলে এ দুর্ঘটনা ঘটে। রাস্তার পাশে ধান খেত থেকে তিন যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। পাশেই মোটরসাইকেলটি পাওয়া গেছে।’
Comments