খাগড়াছড়িতে জমজ কন্যাশিশুকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার
খাগড়াছড়ির মানিকছড়িতে নিজের জমজ কন্যাশিশুকে ধর্ষণের অভিযোগে বাবাকে (৫০) গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শনিবার রাতে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন। তিনি বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত বাবা তার ১১ বছর বয়সী জমজ দুই কন্যাশিশুকে কয়েকবার ধর্ষণ করেছে বলে প্রমাণ পাওয়া গেছে।’
এ ঘটনায় মামলা দায়েরের পর গতকাল অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান ওসি।
Comments