বিএনপি প্রার্থীর নির্বাচনি ক্যাম্প ভেঙে দেওয়ার অভিযোগ
ফরিদপুর পৌরসভার নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থীর একটি নির্বাচনি ক্যাম্প ভেঙে ফেলা হয়েছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয় বিএনপির অভিযোগ, আওয়ামী লীগের সমর্থকরা ক্যাম্পটি ভেঙে দিয়েছে। তবে, এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে স্থানীয় আওয়ামী লীগ।
স্থানীয় সূত্রে জানা গেছে, ফরিদপুর শহরের পূর্ব খাবাসপুরে মহাকালী পাঠশালার মোড় এলাকায় বিএনপির এ ক্যাম্পটি পাঁচ দিন আগে স্থাপন করা হয়। ওই ক্যাম্পের ভেতরে ও বাইরে বিএনপি মনোনীত প্রার্থী নায়াব ইউসুফ চৌধুরীর ছবি ও ধানের শীষ প্রতীক সম্বলিত বেশ কিছু পোস্টার লাগানো ছিল। ওই ক্যাম্প থেকে ৫০ গজের মধ্যেই অবস্থিত ফরিদপুর কোতয়ালী থানা।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল দিনগত রাত সাড়ে ১২টার দিকে ২২-৩৫ বছর বয়সী অজ্ঞাত কয়েকজন এসে ওই নির্বাচনি ক্যাম্পে হামলা চালিয়ে ক্যাম্পটি ভেঙে দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
বিএনপি প্রার্থী নায়াব ইউসুফের প্রধান নির্বাচনি এজেন্ট জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক একে কিবরিয়া দ্য ডেইলি স্টারকে বলেন, ‘আমাদের রাজনৈতিক প্রতিপক্ষ আওয়ামী লীগের সমর্থকরা নায়ব ইউসুফের এ নির্বাচনি ক্যাম্পটি রাতের আঁধারে ভেঙে দিয়েছে। এত রাতে ওই ক্যাম্পে আমাদের দলীয় কোনো নেতাকর্মী উপস্থিত ছিলেন না।’
বিষয়টি লিখিতভাবে রিটানিং কর্মকর্তাসহ আইন-শৃংখলা বাহিনীকে জানানো হবে বলেও জানান একে কিবরিয়া।
এ বিষয়ে অওয়ামী লীগ মনোনীত প্রার্থী অমিতাভ বোস দ্য ডেইলি স্টারকে বলেন, ‘বিএনপি প্রার্থীর কোনো নির্বাচনি ক্যাম্প ভেঙে দেওয়া হয়েছে, এ জাতীয় কোনো তথ্য আমার কাছে নেই।’
ফরিদপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম দ্য ডেইলি স্টারকে বলেন, ‘বিএনপির নির্বাচনি ক্যাম্প রাতের আাঁধারে ভেঙে দেওয়া খবর আমার জানা নেই। এ বিষয়ে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
Comments