কক্সবাজারে শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার
কক্সবাজার শহরের ঘোনার পাড়ায় সাড়ে চার বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে এক যুবককে (৪০) গ্রেপ্তার করা হয়েছে। আজ রোববার ভোররাতে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুনির উল গীয়াস।
ওসি বলেন, ‘গত ৪ ডিসেম্বর সন্ধ্যা ৬টার দিকে জেলা শহরের ঘোনার পাড়ার ওই শিশুকে ধর্ষণ করেন অভিযুক্ত যুবক। পরে ভুক্তভোগী শিশুর পিতা পিতা বাদী হয়ে গতকাল কক্সবাজার সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পর পুলিশের একটি দল অভিযান চালিয়ে আজ ভোররাতে অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করে। আজ আসামিকে আদালতে সোপর্দ করা হবে।’
শিশুটিকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
Comments