প্রায় শতবর্ষী ভবতারাণী করোনা থেকে সুস্থ হলেন
আর মাত্র ২৬ দিন পার হলেই তিনি পৌঁছবেন শতবর্ষের কোঠায়। এমন বয়সে করোনায় আক্রান্ত হয়েছিলেন ভারতের পশ্চিমবঙ্গের হাওড়া জেলার ভবতারাণী সামন্ত।
অবশেষে, গতকাল শনিবার ভবতারাণী করোনা জয় করে হাসপাতাল ছেড়েছেন।
গতকাল জেলার ফুলেশ্বর এলাকার করোনা হাসপাতাল ছাড়ার সময় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা দাঁড়িয়ে করতালি দিয়ে ভবতারাণীকে অভিনন্দন জানিয়েছিলেন। তারা তার শত বছর পূর্ণ হওয়ার আশাবাদও ব্যক্ত করেছিলেন।
গত ২৪ নভেম্বর জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে ভবতারাণী করোনা হাসপাতালে ভর্তি হয়েছিলেন।
হাসপাতালের পরিচালক শুভাশীষ মিত্র গণমাধ্যমকে জানিয়েছেন, ভবতারাণী আরও অনেক শারীরিক জটিলতা ছিল। তার শারীরিক অবস্থা দেখতে মেডিকেল টিম গঠন করা হয়েছিল।
তিনি বলেছেন, ‘সেবা পেয়ে ভবতারাণী সুস্থ হতে শুরু করেন। আমরা আনন্দিত যে আমরা তাকে করোনামুক্ত করতে পেরেছি। তাকে বাড়ি পাঠিয়ে দিয়েছি, যাতে তিনি আর কদিন পরই তার শততম জন্মদিন উদযাপন করতে পারেন।’
হাসপাতালের পরিচালক আরও জানিয়েছেন, ভবতারাণীকে সপ্তাহখানেক উচ্চপ্রবাহের অক্সিজেন দেওয়া হয়েছিল। এছাড়া, তেমন কোনো কিছুর প্রয়োজন হয়নি।
তার মতে, ৯৯ বছরের বেশি বয়সে করোনা জয় করে ভবতারাণী নিশ্চয় নতুন দৃষ্টান্ত সৃষ্টি করেছেন।
Comments