আপিলেও বাতিল মেয়রপ্রার্থী ফারজানা জুবাইদী শিমকীর মনোনয়নপত্র
মানিকগঞ্জ পৌরসভার নির্বাচনে স্বতন্ত্র মেয়রপ্রার্থী ফারজানা জুবাইদী শিমকীর মনোনয়নপত্র আপিলেও বাতিল করা হয়েছে।
আজ সোমবার মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে আপিল শুনানি শেষে রিটার্নিং অফিসারের নেওয়া সিদ্ধান্তকে সঠিক মনে করে ওই প্রার্থীর মনোনয়নত্র বাতিল ঘোষণা করেন জেলা প্রশাসক এবং আপিল কর্তৃপক্ষ এস এম ফেরদৌস।
এর আগে ৩ ডিসেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাইকালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রস্তাবক ও সমর্থকের পাশাপাশি জমা দেওয়া ১০০ জন ভোটারের সমর্থনের তালিকায় উল্লেখিত দুজন ভোটারের তথ্যে গড়মিল থাকায় তার মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং অফিসার শেখ মুহাম্মদ হাবিবুর রহমান।
স্বতন্ত্র মেয়র প্রার্থী ফারজানা জুবাইদী শিমকী বলেন, ‘আমি উচ্চ আদালতে আপিল করব। আপিলের মাধ্যমে বৈধ প্রার্থী হয়ে নির্বাচনে অংশ নেব। আমার জয় নিয়ে আমি আশাবাদী।’
মানিকগঞ্জ পৌরসভার নির্বাচনে মেয়র পদের অন্য তিন প্রার্থী হলেন- আওয়ামী লীগ সমর্থিত মো. রমজান আলী, বিএনপি সমর্থিত মো. আতাউর রহমান আতা এবং স্বতন্ত্র প্রার্থী নাসির উদ্দিন আহাম্মেদ যাদু।
এ ছাড়াও, ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী উজ্জল হোসেনের মনোনয়নপত্রও আপিলে অবৈধ ঘোষণা করা হয়েছে। তিনিও উচ্চ আদালতে আপিল করবেন বলে জানিয়েছেন।
আগামী ১০ ডিসেম্বর প্রার্থীতা প্রত্যাহার, ১১ ডিসেম্বর প্রতীক বরাদ্দ এবং ২৮ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে।
Comments