১১ ঘণ্টা পরে পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল শুরু
ঘন কুয়াশার কারণে ১১ ঘণ্টা বন্ধ থাকার পরে পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল শুরু হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে এই রুটে সব ধরনের নৌযান চলতে শুরু করে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) আরিচা সেক্টরের সহকারী মহাব্যবস্থাপক (বাণিজ্য) খন্দকার তানভীর হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন, ‘গতকাল সন্ধ্যার পর থেকেই পদ্মায় কুয়াশা পড়তে শুরু করে। দুর্ঘটনা এড়াতে রাত ১১টায় সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করা হয়। দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় নদীর দুই পাড়ে আটকা পড়ে শতাধিক যানবাহন। কুয়াশা কেটে যাওয়ায় সকাল ১০টার দিকে ফেরি চলাচল শুরু হয়েছে।’
Comments