ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফ’র গুলিতে ২ বাংলাদেশি নিহত
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় ভারতীয় সিমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার বকুয়া ইউনিয়নের বেতনা সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন— হরিপুর উপজেলার বকুয়া ইউনিয়নের মানিকখাড়ি গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে নাজির উদ্দীন (৩০) ও বালিয়াডাঙ্গী উপজেলার বড়পলাশবাড়ি ইউনিয়নের মশালডাঙ্গী গ্রামের ভক্কু মিঞার ছেলে রবিউল ইসলাম (৩০)।
হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আওরঙ্গজেব দ্য ডেইলি স্টারকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে তিনি বলেন, ‘আজ আনুমানিক সকাল সাড়ে ৬টার দিকে হরিপুর উপজেলার বেতনা বিজিবি ক্যাম্পের কাছে সীমান্তের ৩৬৭/২-এস পিলার এলাকা দিয়ে একদল যুবক অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল। সে সময় টহলরত বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছুড়লে নাজির ও রবিউল আহত হন। তাদের সঙ্গীরা আশঙ্কাজনক অবস্থায় নাজির ও রবিউলকে বাংলাদেশে নিয়ে আসেন।’
তিনি আরও বলেন, ‘রবিউলকে তার গ্রামের বাড়িতে নেওয়ার পথে এবং দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে নাজিরের মৃত্যু হয়। এ ঘটনায় হরিপুর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ময়নাতদন্ত শেষে স্বজনের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।’
এ বিষয়ে জানতে চাইলে ঠাকুরগাঁও ৫০ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লে. কর্নেল শহীদুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, ‘এ ঘটনার পরিপ্রেক্ষিতে কোম্পানি কমান্ডার পর্যায়ে বৈঠক আহ্বান করা হয়েছে। বিজিবি’র পক্ষ থেকে প্রতিবাদ জানিয়ে বিএসএফকে চিঠি দেওয়া হবে।’
Comments