স্ট্রেচারে করে মাঠ ছাড়লেন রাহি
তখন চলছিল নবম ওভারের খেলা। দ্বিতীয় বল বল করতে গিয়ে হাঁটুতে হাত দিয়ে বসা পড়েন পেসার আবু জায়েদ রাহি। পরে তাকে স্ট্রেচারে করে মাঠ থেকে বের করে নেওয়া হয়েছে।
মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে মিনিস্টার গ্রুপ রাজশাহীকে টস জিতে আগে ব্যাট করতে দিয়েছিল ফরচুন বরিশাল। রাজশাহীর দুই ওপেনারের তাণ্ডবের মধ্যে পঞ্চম ওভারে বল করতে এসে মাত্র ২ রান দিয়েছিলেন রাহি।
বাকি বোলারদের মার খাওয়ার মধ্যে সপ্তম ওভারে এসে দেন ৩ রান। নবম ওভারের প্রথম বলে রাহিকে ছক্কা মারেন নাজমুল হোসেন শান্ত। পরের বল করতে গিয়েই আর পারেননি তিনি। হাঁটুতে হাত দিয়ে তাকে বসে থাকতে দেখা যায়।
দলের মিডিয়া বিভাগের পক্ষ থেকে জানানো হয়, প্রথমিকভাবে জানা গেছে চোট গুরুতর নয়। তাকে বিসিবির মেডিকেল কক্ষে চিকিৎসা দেওয়া হচ্ছে। বরিশালের ফিজিও জয় বিশ্বাস জানান, মাসল ক্র্যাম্পে ভুগছেন এই পেসার।
বাংলাদেশের টেস্ট দলের প্রথম পছন্দের পেসার টি-টোয়েন্টি টুর্নামেন্টের মধ্যেই প্রস্তুতি নিচ্ছিলেন ওয়েস্ট ইন্ডিজ সিরিজের।
Comments