যুক্তরাজ্যে প্রথম করোনার ভ্যাকসিন পেলেন ৯০ বছরের নারী
বিশ্বের প্রথম দেশ হিসেবে যুক্তরাজ্যে ফাইজার ও বায়োএনটেকের তৈরি করোনা ভ্যাকসিনের প্রয়োগ শুরু হয়েছে। আজ মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে উত্তর আয়ারল্যান্ডের ৯০ বছর বয়সী এক নারীর ভ্যাকসিন গ্রহণের মাধ্যমে ভ্যাকসিন কর্মসূচি শুরু হয়।
বার্তাসংস্থা এপি জানায়, আজ স্থানীয় সময় সকাল ৬টা ৩১ মিনিটে কভেন্ট্রির ইউনিভার্সিটি হাসপাতালে ভ্যাকসিন গ্রহণ করেন মার্গারেট কেনেন নামের এক নারী। আগামী সপ্তাহে তার ৯১তম জন্মদিন।
গণমাধ্যমকে মার্গারেট বলেন, ‘কোভিড-১৯ প্রতিরোধে প্রথম ভ্যাকসিন নেওয়া ব্যক্তি হতে পেরে নিজেকে বিশেষ কেউ মনে হচ্ছে। এটি আমার জন্মদিনের জন্মদিনের প্রথম সেরা উপহার।’
আরও পড়ুন:
চীনের ভ্যাকসিন কবে আসবে ‘নিশ্চিত নয়’
অনুমোদন পেল ফাইজারের ভ্যাকসিন
‘অক্সফোর্ডের ভ্যাকসিন পেতে কমপক্ষে আরও ২-৩ মাস সময় লাগবে’
ভারতের সঙ্গে ভ্যাকসিন বিষয়ে আলোচনা চলছে: ফাইজার
Comments