‘কৃষক আছে বলেই আমরা আছি’, কৃষক আন্দোলনে বলিউড তারকারা

ছবি: সংগৃহীত

ভারতে বিতর্কিত কৃষি আইন বাতিলের দাবিতে দিল্লির সীমান্তে প্রতিবাদ করছেন কয়েক লাখ কৃষক। শুরু থেকেই পাঞ্জাবের তারকারা কৃষকদের এই আন্দোলনে পাশে ছিলেন। পাশাপাশি, সামাজিক যোগাযোগ মাধ্যমে কৃষকদের এই আন্দোলনে সমর্থন জানিয়েছেন বলিউড তারকারাও।

বলিউড ও হলিউড তারকা সাবেক মিস ওয়ার্ল্ড প্রিয়াঙ্কা চোপড়া বলেন, ‘আমাদের কৃষকরা হলেন ভারতের “খাদ্য সৈনিক”। তাদের আশঙ্কা দূর করা উচিত। তাদের আশা পূরণ করা উচিত।’

দিল্লি সীমান্তে কৃষকদের বিক্ষোভ সমাবেশে অংশ নেওয়া অন্যতম তারকা দিলজিত দোসাঞ্জের একটি টুইট রি-টুইট করে প্রিয়াঙ্কা লেখেন, ‘একটি সমৃদ্ধশালী গণতন্ত্র হিসেবে, এই সংকটের দ্রুত সমাধান আমাদের অবশ্যই নিশ্চিত করতে হবে।’

কৃষকদের ‘মাটির সৈনিক’ হিসেবে উল্লেখ করে বলিউড অভিনেত্রী প্রীতি জিনতা টুইটে বলেন, ‘এই মহামারিতে তীব্র শীত উপেক্ষা করে যারা আন্দোলন করছেন সেসব কৃষক ও তাদের পরিবারের প্রতি আমার সহানুভূতি। তারা সেই মাটির সেনা, যারা আমাদের দেশকে পরিচালনা করেন। আমি আন্তরিকভাবে আশা করি কৃষক ও সরকারের মধ্যে আলোচনা থেকে দ্রুত ইতিবাচক ফল পাওয়া যাবে এবং সব সমাধান হয়ে যাবে।’

ইনস্টাগ্রামে কৃষক আন্দোলনের একাধিক ছবির সঙ্গে ড্যানিয়েল ওয়েবস্টারের একটি বিখ্যাত উক্তি পোস্ট করেছেন অভিনেত্রী সোনম কাপুর আহুজা। পাশাপাশি, কৃষকদের সমর্থন জানাতে তিনি ‘দিল্লিচলো’ হ্যাশট্যাগও ব্যবহার করেছেন। সোনম কাপুরের স্বামী আনন্দ আহুজাও সামাজিক যোগাযোগ মাধ্যমে কৃষক আন্দোলনে সমর্থন জানিয়েছেন।

বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া কৃষক আন্দোলনে সমর্থন জানিয়ে গায়ক-র‌্যাপার বাদশাহ’র একটি পোস্ট টুইট করেন। টুইটে তিনি কৃষকদের প্রতি কৃতজ্ঞতা জানান।

এছাড়াও সনু সুড, রিতেশ দেশমুখ, তাপসী পান্নু, রিচা চাডা, চিত্রাঙ্গদা সিং, স্বরা ভাস্কর, গওহর খানের মতো বলিউড তারকারাও দেশের উন্নয়ন ও সভ্যতার টিকে থাকার লড়াইয়ে কৃষকদের ভূমিকার কথা স্মরণ করেছেন এবং কৃষকদের আন্দোলনে সমর্থন জানিয়েছেন।

অন্যদিকে, কৃষকদের এই আন্দোলন নিয়ে প্রশ্ন করেছেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। কৃষি আইনকে সমর্থন জানিয়ে দেশে অশান্তি সৃষ্টি করে আন্তর্জাতিকভাবে ভারতের খ্যাতি ও অর্থনীতি ধ্বংসের জন্য চক্রান্ত চলছে বলে মন্তব্য করেন তিনি।

ওই মন্তব্যের সমালোচনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন বলিউড গায়ক মিকা সিং ও অভিনেতা দিলজিৎ দোসাঞ্জ।

এছাড়াও কৃষক আন্দোলন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব হয়েছেন পাঞ্জাবে বিজেপির সংসদ সদস্য বলিউড তারকা সানি দেওল। টুইটারে দীর্ঘ পোস্টে তিনি লিখেছেন, ‘সবার কাছে অনুরোধ জানাচ্ছি, এটি কেন্দ্র ও কৃষকদের বিষয়। এর মধ্যে কারও হস্তক্ষেপের প্রয়োজন নেই। দুই পক্ষ আলোচনার মাধ্যমে নিশ্চিতভাবেই কোনো সিদ্ধান্তে পৌঁছবে। কিন্তু কিছু মানুষ এই আন্দোলনকে কাজে লাগিয়ে নিজেদের আখের গোছানোর চেষ্টা করছে। তারা কৃষকদের বিষয়ে না ভেবে বরং ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করতেই ব্যস্ত। তাই আমি আমার দল ও কৃষক- উভয়ের পাশেই আছি।’

এদিকে, দিল্লি সীমান্তে কৃষক বিক্ষোভে অংশ নিয়েছেন ভারতের প্রথম অলিম্পিক পদকজয়ী পাঞ্জাবি বক্সার বিজেন্দ্র সিংসহ আরও অনেক আইকন খেলোয়াড়। ভারতের হকি টিমের সাবেক অধিনায়ক রাজবীর কৌর, অলিম্পিক স্বর্ণপদক জয়ী হকি খেলোয়াড় গুরমিল সিং ও দুই বারের এশিয়ান স্বর্ণপদক প্রাপ্ত কুস্তিগীর করতার সিংও সরাসরি দিল্লি সীমান্তে বিক্ষোভে অংশ নিয়েছেন।

Comments

The Daily Star  | English

JP central office vandalised, set ablaze

A group of unidentified people set fire to the central office of Jatiyo Party in Dhaka's Kakrail area this evening

1h ago