জাবির সেই প্রধান নিরাপত্তা কর্মকর্তা সাময়িক বরখাস্ত

বহুল বিতর্কিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রধান নিরাপত্তা কর্মকর্তা সুদীপ্ত শাহীনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজের সই করা এক অফিস আদেশে এ নির্দেশনা দেওয়া হয়।
অফিস আদেশ সূত্রে জানা যায়, গত ১৮ নভেম্বর অনলাইনে অনুষ্ঠিত সিন্ডিকেটের বিশেষ সাধারণ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যেখানে ক্যাম্পাসে আগত শামীম রহমান, একটি বেসরকারি টিভি চ্যানেলের সংবাদ উপস্থাপিকা ও বিশ্ববিদ্যালয়ের সাবেক এক শিক্ষার্থীর অভিযোগের প্রেক্ষিতে গঠিত প্রাথমিক তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে বিশ্ববিদ্যালয় কর্মচারী দক্ষতা ও শৃঙ্খলা অধ্যাদেশ অনুযায়ী এ ব্যবস্থা নেওয়া হয়।
সাময়িকভাবে বরখাস্ত থাকাকালীন সময়ে তিনি জীবিকা নির্বাহ ভাতা পাবেন এবং আদেশটি সিন্ডিকেটের কার্যদিবস থেকে কার্যকরী বলে গণ্য হবে।
দায়িত্ব নেওয়ার পর থেকে গত চার বছরে সুদীপ্ত শাহিনের বিরুদ্ধে লাঞ্ছিত করা, মারধর, ব্ল্যাকমেইল, চাঁদাবাজি এবং বিশ্ববিদ্যালয়ে বেড়াতে আসা নারী দর্শনার্থীদের কটূক্তি করার এক ডজনেরও বেশি অভিযোগ জমা পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে।
তার কর্মকাণ্ডে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও কর্মচারীদের পাশাপাশি ক্যাম্পাসের ভেতরের ছোট ব্যবসায়ীদের মধ্যেও তৈরি হয়েছে উদ্বেগ। ব্যবসায়ীদের অনেককেই লাঞ্ছিত করেছেন তিনি, এমনকি পিটিয়ে মারাত্মক জখমও করেছেন।
আরও পড়ুন: প্রধান নিরাপত্তা কর্মকর্তার স্বেচ্ছাচারিতায় নির্বিকার জাবি প্রশাসন
Comments