১২ ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলা শুরু
পদ্মা নদীতে ঘন কুয়াশার কারণে ১২ ঘণ্টা বন্ধ থাকার পর আজ বুধবার সকাল ১০টায় ফেরি চলাচল শুরু হয়েছে।
নৌরুটে দুর্ঘটনা এড়াতে মঙ্গলবার রাত ১০টা থেকে ফেরি চলাচল বন্ধ করে রাখে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)।
এর আগে, কুয়াশার ঘনত্ব বেশি থাকায় দিক-নির্দেশনামূলক বাতির আলো অস্পষ্ট হয়ে আসায় নৌপথের রাস্তা নির্ণয় করতে না পারায় মাঝ পদ্মায় চারটি ফেরি নোঙর করতে বাধ্য হয়।
বিআইডব্লিউটিসির পাটুরিয়া ঘাট শাখার বাণিজ্য বিভাগের উপ-মহাব্যবস্থাপক জিল্লুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘সন্ধ্যার পর থেকেই কুয়াশা পড়তে থাকে নদীতে। কিন্তু রাত ১০টার দিকে মাঝ পদ্মায় কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। কুয়াশার ঘনত্ব কমে গেলে আবার সকাল ১০টায় ফেরি চলাচল শুরু হয়।’
পাটুরিয়া ঘাট এলাকায় আটকা পড়েছে তিন শতাধিক পণ্যবাহী ট্রাকসহ পাঁচ শতাধিক গাড়ি। যাত্রীবাহী গাড়ি অগ্রাধিকার ভিত্তিতে পার করা হচ্ছে। গাড়ির চাপ কমে গেলে পণ্যবাহী ট্রাক পার করা হবে বলেও জানান তিনি।
Comments