শেষ ষোলোয় লাইপজিগ, ম্যানচেস্টার ইউনাইটেডের বিদায়

বাঁচা-মরার ম্যাচে দুর্দান্ত জয় তুলে প্রতিযোগিতার শেষ ষোলোতে জায়গা করে নিল আরবি লাইপজিগ।
man utd vs leipzig
ছবি: টুইটার

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে হলো ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডকে। বাঁচা-মরার ম্যাচে তাদের বিপক্ষে দুর্দান্ত জয় তুলে প্রতিযোগিতার শেষ ষোলোতে জায়গা করে নিল আরবি লাইপজিগ।

ড্র হলেই চলত চ্যাম্পিয়ন্স লিগের সাবেক চ্যাম্পিয়ন ইউনাইটেডের। কিন্তু মঙ্গলবার রাতে ‘এইচ’ গ্রুপের রোমাঞ্চকর লড়াইয়ে জার্মান ক্লাব লাইপজিগের মাঠে ৩-২ গোলে হেরে গেছে তারা। অথচ একই প্রতিপক্ষকে প্রথম দেখায় নিজেদের মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে ৫-০ গোলে বিধ্বস্ত করেছিল ওলে গানার সুলশারের দলের।

নকআউটে ওঠা লাইপজিগের অর্জন ছয় ম্যাচে ১২ পয়েন্ট। সমান ম্যাচে ইউনাইটেড পেয়েছে ৯ পয়েন্ট। গ্রুপে তৃতীয় হওয়ায় তারা নাম লিখিয়েছে উয়েফা ইউরোপা লিগে।

ম্যাচের শুরুর দিকেই দুই গোলের ব্যবধানে পিছিয়ে পড়ে ইউনাইটেড। দ্বিতীয় মিনিটে লক্ষ্যভেদ করেন অ্যাঞ্জেলিনো। ১৩তম মিনিটে এই স্প্যানিশ ডিফেন্ডারের ক্রসে জালের ঠিকানা খুঁজে নেন আমাদৌ হাইদারা। এরপর ৬৯তম মিনিটে জাস্টিন ক্লুইভার্ট নিশানা ভেদ করলে স্বাগতিক লাইপজিগ দেখছিল অনায়াস জয়।

তবে শেষদিকে উত্তেজনা ছড়ায় ম্যাচে। দুই মিনিটের দুই গোল করে খেলা জমিয়ে তোলে ইউনাইটেড। ৮০তম মিনিটে ব্রুনো ফার্নান্দেসের সফল স্পট-কিকের পর ৮২তম মিনিটে নিজেদের জালেই দুর্ভাগ্যক্রমে বল পাঠিয়ে দেন ইব্রাহিমা কোনাতে। কিন্তু সমতাসূচক গোল আর পাওয়া হয়নি রেড ডেভিলসদের।

দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে অবশ্য কাঙ্ক্ষিত গোলটি পাওয়ার খুব কাছে চলে গিয়েছিল সফরকারী ইউনাইটেড। পল পগবার ক্রস ফেরাতে গিয়ে আত্মঘাতী গোল প্রায় করেই বসেছিলেন লাইপজিগ ডিফেন্ডার নর্দি মুকিয়েলে। দ্বিতীয়বারের চেষ্টায় বল গ্লাভসে জমিয়ে শঙ্কা কাটিয়ে দলের জয় নিশ্চিত করেন গোলরক্ষক পিতার গুলাৎসি।

অন্যদিকে, মাত্র ১৩ মিনিট খেলা হওয়ার পর গ্রুপের অন্য ম্যাচটি স্থগিত হয়ে যায়। চতুর্থ ম্যাচ অফিসিয়ালের বিরুদ্ধে ইস্তানবুল বাসাকসেহিরের সহকারী কোচকে বর্ণবাদী মন্তব্যের অভিযোগ তুলে মাঠে ছাড়েন দলটির খেলোয়াড়রা। পরে তাদের অনুসরণ করেন পিএসজির ফুটবলাররাও।

পরিবর্তিত সূচিতে বুধবার বাংলাদেশ সময় রাত ১১টা ৫৫ মিনিটে ম্যাচটি মাঠে গড়াবে। খেলা শুরু হবে ১৪তম মিনিট থেকে। ম্যাচ পরিচালনা করবেন নতুন অফিসিয়ালরা। তবে ফল যা-ই হোক, ইউনাইটেড হেরে যাওয়ায় শেষ ষোলোতে খেলা ইতোমধ্যে নিশ্চিত হয়ে গেছে পিএসজির।

Comments

The Daily Star  | English
government changed office hours

Govt office hours 9am-3pm from Sunday to Tuesday

The government offices will be open from 9:00am to 3:00pm for the next three days -- from Sunday to Tuesday -- this week, Public Administration Minister Farhad Hossain said today

1h ago