করোনায় শ্রীপুর পৌর নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী শহিদুল্লাহর মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গাজীপুরের শ্রীপুর পৌরসভা নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী শহিদুল্লাহ শহিদ (৪৫) মারা গেছেন।
Shahidullah Shahid.jpg
শহিদুল্লাহ শহিদ। ছবি: সংগৃহীত

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গাজীপুরের শ্রীপুর পৌরসভা নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী শহিদুল্লাহ শহিদ (৪৫) মারা গেছেন।

আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি।

শ্রীপুর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক এসএম আবুল কালাম আজাদ দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত প্রায় ১৫ দিন আগে শহিদুল্লাহ শহিদ করোনা পজিটিভ হয়ে ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সর্বশেষ তাকে ঢাকার স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। তার পক্ষে দলীয় নেতা-কর্মীরা রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন। তিনি হাসপাতালে চিকিৎসাধীন থাকলেও সমর্থকরা তার নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছিলেন। তার জানাজার সময় ও স্থান এখনো নির্ধারণ করা হয়নি।’

নির্বাচনে পৌর বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল্লাহ শহিদ ছাড়াও আওয়ামী লীগ থেকে আনিছুর রহমান আনিছ ও ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে ফরহাদ আহমেদ মোমতাজী মেয়র প্রার্থী হয়েছেন। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১০ ডিসেম্বর মনোনয়নপত্র প্রত্যাহার, ১১ ডিসেম্বর প্রতীক বরাদ্দ এবং ২৮ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিতের কথা রয়েছে।

নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা কাজী মো. ইস্তাফিজুল হক আকন্দ জানান, যে প্রার্থী মারা গেছেন, তিনি যে পদে ছিলেন কেবল সেই পদের নির্বাচন আইন অনুযায়ী স্থগিত হয়ে যাবে। তবে অন্যান্য পদসমূহে নির্বাচন অনুষ্ঠিত হবে।

Comments

The Daily Star  | English

Army given magistracy power

In order to improve law and order, the government last night gave the power of magistracy to commissioned army officers for 60 days.

3h ago