পাবনা জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করে আখ চাষিদের বিক্ষোভ
চিনিকল চালুর দাবিতে পাবনা জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করেছেন আখ চাষিরা। আজ বুধবার সকাল ১০টা থেকে আড়াই ঘণ্টাব্যাপী এই বিক্ষোভ কর্মসূচি চলে। এরপর তারা জেলা প্রশাসকের হাতে তাদের দাবি সম্বলিত স্মারকলিপি দেন।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন পাবনা সুগার মিলের শ্রমিক ইউনিয়নের সভাপতি সাজেদুল ইসলাম শাহিন, সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান উজ্জ্বল, বাংলাদেশ আখ চাষি ফেডারেশনের সাধারণ সম্পাদক শাজাহান আলী বাদশা, পাবনা চিনিকলের আখ চাষি আনসারুল হকসহ অনেকে।
আশরাফুজ্জামান উজ্জ্বল বলেন, ‘হঠাৎ আখ মাড়াই বন্ধ ঘোষণা করায় অনিশ্চয়তায় পড়েছেন চিনিকলের প্রায় সাত শতাধিক শ্রমিক-কর্মচারী। চিনিকল বন্ধ থাকলে পরিবার নিয়ে তাদের পথে বসতে হবে।’
আখ চাষি ফেডারেশনের সাধারণ সম্পাদক শাজাহান আলী বাদশা বলেন, ‘চাষিদের মাঠ ভরা আখ রয়েছে কিন্তু মাড়াই কার্যক্রম বন্ধ। আখ নিয়ে আমরা কী করবো তা বুঝে উঠতে পারছি না। নিকটবর্তী চিনিকলে আখ সরবরাহ করার আশ্বাস দেওয়া হলেও চূড়ান্ত কোনো দিক-নির্দেশনা আসেনি।’
এ সময় বক্তারা চিনিকল চালু করার দাবি জানান। তাদের দেওয়া স্মারকলিপি গ্রহণ করে জেলা প্রশাসক কবির মাহামুদ। তিনি বলেন, আখ চাষি ও শ্রমিক-কর্মচারীদের দাবির বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।
Comments