নায়ক ফেরদৌস এবার গায়ক

চিত্রনায়ক ফেরদৌস মূলত একজন অভিনেতা। তিনি অভিনয়ের মাধ্যমে দুই বাংলাতে খ্যাতি অর্জন করেছেন। তবে, এবার চারবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ী এই অভিনেতা গান গেয়েছেন। আর গানটিতে তার সহশিল্পী দিলশাদ নাহার কনা।
চিত্রনায়ক ফেরদৌস। স্টার ফাইল ছবি

চিত্রনায়ক ফেরদৌস মূলত একজন অভিনেতা। তিনি অভিনয়ের মাধ্যমে দুই বাংলাতে খ্যাতি অর্জন করেছেন। তবে, এবার চারবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ী এই অভিনেতা গান গেয়েছেন। আর গানটিতে তার সহশিল্পী  দিলশাদ নাহার কনা।

ফেরদৌসের গাওয়া গানটির সুর ও সংগীত করেছেন কণ্ঠশিল্পী ইমরান। ‘তুমি কাছে এলে’ শিরোনামের গানটি লিখেছেন গীতিকার রবিউল ইসলাম জীবন।

আগামীকাল ১০ ডিসেম্বর ‘ঐক্য চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানের জন্য এই গানটির আয়োজন করা হয়েছে।

দ্য ডেইলি স্টার অনলাইনকে ফেরদৌস বলেন, ‘এই প্রথম গানে কণ্ঠ দিলাম। কিছুটা নার্ভাস লাগছিল। তবে,  সবমিলিয়ে নতুন অভিজ্ঞতা হলো। গানটি ঐক্য চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে পরিবেশিত হবে। এটি কেমন হয়েছে তা পর অন্যরা বলবে।’

ইমরান দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, ‘এই গানটি করতে গিয়ে নতুন ফেরদৌস ভাইকে আবিষ্কার করেছি। বেশ উপভোগ করেছি কাজটি। আশা করছি শ্রোতারা এটি পছন্দ করবেন।’

 

Comments