প্রথম আধা ঘণ্টায় ম্যাচ হেরে যায় বার্সা: কোমান
নকআউট পর্ব আগেই নিশ্চিত ছিল দুই দলের। ম্যাচটা ছিল গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার। সে লড়াইয়ে বার্সেলোনাকে হারিয়ে দিয়েছে জুভেন্টাস। ৩-০ গোলের বড় জয়ই পায় দলটি। তবে প্রথম ৩০ মিনিটেই ম্যাচের ফলাফল নির্ধারণ হয়ে গিয়েছিল বলে মনে করেন বার্সা কোচ রোনাল্ড কোমান।
ক্যাম্প ন্যুতে মঙ্গলবার রাতে ২০ মিনিটেই মধ্যেই দুই গোলের ব্যবধানে পিছিয়ে পড়ে বার্সেলোনা। পরে আর ম্যাচে ফিরতে পারেনি দলটি। উল্টো দ্বিতীয়ার্ধে আরও একটি গোল হজম করে তারা। শুধু থেকেই এদিন ব্যাকফুটে ছিল দলটি।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে কোমান বলেন, 'ম্যাচের প্রথম ২৫ মিনিটেই হার নির্ধারণ হয়ে যায়। আমরা বাজেভাবে শুরু করি, ভয়ের সঙ্গে এবং আগ্রাসনের অভাবও ছিল। ব্যাপারটা এমন ছিল যেন এখানে ম্যাচ নিয়ন্ত্রণ নেওয়ার চাইতে না হারাই ছিল লক্ষ্য।'
লা লিগায় সংগ্রাম করলেও চ্যাম্পিয়ন্স লিগে ভালোই করছিল বার্সা। আগের পাঁচ ম্যাচেই জয়। সেখানে হঠাৎ করেই যেন পাশা বদলে যায়। আর তাতে যেন কিছুটা বিরক্ত বার্সা কোচ, 'রক্ষণভাগে আমরা ভালো ছিলাম না। আমরা প্রথম আধা ঘণ্টাতেই ম্যাচ হেরে গেছি। আমরা আমাদের স্বাভাবিক পর্যায়ে ছিলাম না। তবে চ্যাম্পিয়ন্স লিগের আমাদের ফর্ম খারাপ ছিল না।'
এই জুভেন্টাসের বিপক্ষে প্রথম লেগে ২-০ ব্যবধানে জিতে ফিরেছিল বার্সেলোনা। আর ঘরের ম্যাচেই এবার হেরে যায় দলটি। তাতে কিছুটা শিক্ষাও পেয়েছেন বলে জানান এ ডাচ কোচ, 'আমরা জুভেন্টাসের বিপক্ষে আরও একটি ম্যাচ খেলেছি এবং খুব ভালো খেলেছি। এটা থেকে আমরা একটা শিক্ষা পেয়েছি। এবার তারা আগের চেয়ে ভালো হয়ে এসেছিল।'
Comments