আত্মসমর্পণকারী ৯৬ ডাকাত কারামুক্ত
আত্মসমর্পণকারি ডাকাত বাহিনীর ৯৬ জন সদস্য প্রায় সাড়ে ১১ মাস কারাভোগের পর আজ বুধবার বিকেলে কক্সবাজার জেলা কারাগার থেকে মুক্তি পেয়েছেন।
গতকাল মঙ্গলবার কক্সবাজারের জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল তাদের জামিন আদেশ দেন।
কক্সবাজার জেলা লিগ্যাল এইড কমিটির সহযোগিতায় তারা আদালত থেকে এই জামিন পান।
কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর ফরিদুল আলম দ্য ডেইলি স্টারকে এই সব তথ্য নিশ্চিত করেছেন।
২০১৯ সালের ২৩ নভেম্বর মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের কালারমারছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের উপস্থিতিতে ১২টি ডাকাত বাহিনীর ৯৬ জন সদস্য অস্ত্র ও গোলাবারূদসহ আত্মসমর্পন করেন। সেদিন ১৫৫টি দেশে তৈরি বন্দুক ও ২৭৩ রাউন্ড গুলি জমা পড়ে।
আত্মসমর্পণের দিন প্রত্যেক ডাকাত ও অস্ত্র কারিগরকে নগদ ৫০ হাজার টাকা করে এবং পরবর্তীতে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে এক লাখ টাকা করে প্রত্যেকের পরিবারকে দেওয়া হয়।
কক্সবাজারের জেলা প্রশাসক মো. কামাল হোসেন জানিয়েছেন, সরকারের নির্দেশনা মতো আত্মসমর্পণকারি ডাকাতদের খাস জমি বরাদ্দ দিয়ে তাদের পুনর্বাসনের জন্য জেলা প্রশাসন কাজ শুরু করেছে।
২০১৮ সালের ২০ অক্টোবর মহেশখালী-কুতুবদিয়ার ৪৩ জন ডাকাত আত্মসমর্পণ করেছিল র্যাবের সহযোগিতায়।
গত ১২ নভেম্বর চট্টগ্রাম জেলার উপকূলীয় উপজেলা বাঁশখালীতে স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে বাঁশখালী, পেকুয়া, কুতুবদিয়া ও মহেশখালীর ১১টি ডাকাত বাহিনীর ৩৪ জন সদস্য আত্মসমর্পণ করেন।
Comments